এবার ভীষণই কমদামে আপনি কিনে ফেলতে পারবেন ‘Oppo’ সংস্থার একটি জনপ্রিয় স্মার্টফোন। কারণ, এমনই একটি সুবিধা নিয়ে এসেছে ই-কমার্স সাইট ‘Flipkart’। যে ফোনটিতে এই অফার রয়েছে সেটির নাম হলো ‘Oppo F21s Pro’। ফোনটির দাম যদিও ২৭,৯৯৯ টাকা, তবে আপনি সেটি ফ্লিপকার্টে কিনতে পারেন মাত্র ১৯,৪৯৯ টাকায়। অর্থাৎ এই ফোনের উপর ৩০ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এছাড়া আরো বেশ কিছু ব্যাংক অফার রয়েছে এই ফোনের উপরে।
যদি আমরা ফিচার দেখি তাহলে এতে রয়েছে ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আর ফোনটির সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন।
ক্যামেরার দিক দিয়ে দেখতে গেলে রয়েছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারী AI সেন্সরযুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
প্রসেসর হিসেবে এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 CPU। এছাড়া এতে র্যাম পেয়ে যাবেন ৮ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ সুবিধা। তবে এক্সটার্নাল কার্ডের মাধ্যমে সেটা বর্ধিত করা যাবে। পাওয়ার ব্যাকআপ সামলাতে এই ফোনে রয়েছে ৩৩ ওয়াট ফার্স্ট চার্জিংযুক্ত ৪০০০ mAh ব্যাটারী।
সব ফিচার বিশ্লেষণ করলে এটাই স্পষ্ট হয় যে এই দুর্দান্ত ফাইভ-জি স্মার্টফোন ভীষণই কমদামে উপলব্ধ করা হয়েছে ‘ফ্লিপকার্ট’এ। তবে শুধু এই ফোনেই নয়, মাঝেমধ্যেই বিভিন্ন ফোনের উপর এরকম দুর্দান্ত অফার নিয়ে আসা হয় ই-কমার্স সাইটগুলিতে। ফলে সাধারণ মানুষ অনেক কমদামে সেগুলি কিনে নিতে পারেন।
Leave a Reply