ভারতের অন্যতম জনপ্রিয় অটোমোবাইল সংস্থা ‘হিরো মোটোকর্প’ মাঝেমধ্যেই নানান দুর্দান্ত বাইক এনে চমকে দেয় গ্রাহকদের। সম্প্রতি সেরকমই তারা তাদের প্রথম BS-VI বাইক ‘Splendor iSmart’ লঞ্চ করেছে। যেখানে রয়েছে ১১০ সিসি ইঞ্জিন, যেখান থেকে ৯ বিএইচপি শক্তি এবং উচ্চমানের টর্ক উৎপন্ন হয়।
‘এটি আমাদের প্রথম BS-VI সেগমেন্টের বাইক। যেটিকে নতুন ইঞ্জিন দেওয়া হয়েছে। এছাড়াও সেখানে নতুন ডিজাইন এবং ফিচার যোগ করা হয়েছে। এই বাইকটির ডিজাইন এবং উৎপাদন করা হয়েছে আমাদের জয়পুরের সেন্টার অফ ইনোভেশন অ্যান্ড টেকনোলজি’তে।” এমনটাই জানিয়েছেন ‘হিরো মোটোকর্প’এর এক কর্মকর্তা Le Masson।
এই বাইকের দাম রাখা হয়েছে ৬৪,৯০০ টাকা। যা মধ্যবিত্তের হাতের নাগালের মধ্যেই রয়েছে। অন্যদিকে, এই বিষয়ে সংস্থার বিক্রি সংক্রান্ত প্রধান সঞ্জয় ভান জানিয়েছেন, ‘এই নতুন বাইকটি দেশজুড়ে খুব শীঘ্রই উপলব্ধ হবে।
ইতিমধ্যেই এই বাইকের উৎপাদন শুরু হয়েছে জোড়কদমে। BS-VI পণ্য লঞ্চের পরিকল্পনা করা হয়েছে আমাদের গ্রাহকদের চাহিদা এবং বাজারের অবস্থানের কথা মাথায় রেখে। আর এই বাইকের দাম নির্ধারণ করা হয়েছে একই সেগেমেন্টে আগত অন্যান্য বাইকগুলি নজরে রেখেই।’
Leave a Reply