Hotspot Fantasy Call on ULLU: বর্তমান সময়ে দাঁড়িয়ে ওটিটি (OTT) প্ল্যাটফর্ম গুলির চাহিদা বাড়ছে তরতরিয়ে। আজকালকার যুগে সকলেই বেশ ব্যস্ত। সিনেমাহলে গিয়ে তিন ঘন্টা বসে সিনেমা দেখার সুযোগ তাদের হয়না। কিন্তু সারাদিন কাজের পর বিনোদনের দরজার উঁকি মারেন সকলেই। আর সেইসময় একমাত্র ভরসা শুধু ওটিটি প্ল্যাটফর্ম। এটি যেমন একদিকে মানুষের বিনোদনের একটি পথ খুলে দিয়েছে। তেমনই আবার অভিনেতা-অভিনেত্রীদের জন্যও অন্য একটি জগৎ খুলে দিয়েছে।
একথা হলফ করে বলা যায় যে, আগামী দিনে এই ওটিটি প্ল্যাটফর্মই দেশের ভবিষ্যৎ হতে চলেছে। বর্তমানে ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হল নেটফ্লিক্স, ডিজনি+হটস্টার, জি ফাইভ, সোনি লাইভ, জিও সিনেমা সহ আরও অনেককিছু। আর এই ওয়েবসিরিজে অভিনয় করে অভিনেতারা কোটি কোটি টাকা উপার্জন করেন। বর্তমানে হিন্দির (Hindi) পাশাপাশি আঞ্চলিক ভাষাতেও ওয়েব সিরিজ (Web Series) তৈরি হচ্ছে।
যারমধ্যে কিছু বাংলা ও ভোজপুরী ওয়েব সিরিজ নজর কেড়েছে সকলের। তবে, হিন্দি ওয়েব সিরিজের চাহিদা সর্বত্র। বিশেষ করে এখন এডাল্ট ওয়েব সিরিজের জনপ্রিয়তা সবজায়গায় বেশি। আর সেই কারণেই ‛উল্লু’, ‛এমএক্স প্লেয়ার অনলাইন’, ‛অলট বালাজি’, ‛কোকু’-র মতো ওটিটি প্লাটফর্ম রয়েছে। তবে, সম্প্রতি ‛Ullu’ তে একটি ওয়েবসিরিজের (Web Series) ট্রেলার ভাইরাল হয়েছে।
ওয়েবসিরিজের নাম ‛Hotspot Fantasi Call‘। যদিও ট্রেলারটি বহুদিন আগেই প্রকাশ্যে এসেছে। সম্প্রতি আবার যা নতুন করে ভাইরাল হয়েছে। একেবারে উষ্ণতায় ভরা এই ওয়েবসিরিজ দেখলে ঘাম ঝড়বে আপনারও। এই ওয়েবসিরিজটি একজন পুরুষকে নিয়ে তৈরি হয়। যার জীবন একটি ভিন্ন দিকে মোড় নেয় যখন কীনা সে একজন মহিলার কাছ থেকে একটি ফোন কল পায়। আর তারপর থেকে ওই যুবক ও মেয়েটি টেলিফোনে কামুক কথোপকথনে মেতে ওঠে।
বিষয়টি এতটাই এগিয়ে যায় যে, একটা সময় পর তারা একে অপরকে ভিডিও কলে পোশাক পর্যন্ত খুলতে বলে। তারা যখন মনে করছেন যে, তারা জীবনের চরম আনন্দের মুহূর্তে রয়েছেন ঠিক সেইসময় তাদের জীবনে প্রবেশ করেন একজন তৃতীয় পুরুষ। এরপর গল্প কোনদিকে মোড় নেবে তা জানতে হলে আপনাকে অবশ্যই এই ওয়েবসিরিজটি দেখতে হবে। তবে, হ্যাঁ ভুলেও বাচ্চাদের সামনে এটি দেখবেন না।
Leave a Reply