September 26, 2023, 10:14 am
বাঙালি যতই এদিক সেদিক ঘুরুক না কেন দিপুদাকে ছাড়া তাদের একদমই চলেনা। সাধ আর সাধ্যের মধ্যে এই তিনটি জায়গা তাদের কাছে যেন স্বর্গ। আর তাইতো ছুটিছাটা পেলেই চলে যান এসব জায়গা গুলিতে। কিন্তু একঘেঁয়ে দীঘা-পুরী-দার্জিলিং থেকে বেরিয়ে একটু স্বাদ বদলাতে ঘুরে আসতে পারেন পন্ডিচেরির অরোভিল বিচ থেকে।
যেমনই সুন্দর এই বিচ তেমনই অপরুপ প্রাকৃতিক দৃশ্য। বলা যায় যে, পন্ডিচেরির সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির মধ্যে এটি একটি। শহরের কোলাহল থেকে কিছুদিন নির্জনে সময় কাটাতে চাইলে এই বিচ একদম পারফেক্ট বলা যায়। আর তাইতো দূর-দুরন্ত থেকে বহু মানুষজন ছুটে আসেন এই বিচে। চলুন এবার একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Location : বালিয়াড়িতে ভরা এই অরোভিল বিচ পন্ডিচেরি থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত।
How To Reach : পন্ডিচেরি থেকে যেকোনো গাড়িতে ২২ মিনিটের মধ্যে আপনি এই গন্তব্যে পৌঁছাতে পারেন।
Best Hotels : বিচে আপনি পৌঁছানো মাত্রই নিজেদের বাজেট অনুযায়ী অনেক হোটেল পেয়ে যাবেন। এমনকি অনেক লাক্সারি হোটেলও পাবেন। এমনকি রয়েছে অনেক গেস্ট হাউস।
Things To Do :
তবে, এখানেই শেষ নয় এই বিচে রয়েছে আরও অনেক কিছু। আর সেসব উপভোগ করতে চাইলে আপনাকে একবার হলেও এই বিচে ঢুঁ মারতে হবে।
Best Time To Visit : অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এই জায়গা ঘোরার সবচেয়ে ভালো সময়। তবে, অনেকেই আবার এপ্রিল থেকে জুন মাসের মধ্যেও এই স্থানে যায়।
#ভল #যবন #দঘপরর #সনদরয #এবরর #ছটত #যতর #হক #Auroville #Beach #একবর #গলই #পর #যবন #পরম
Leave a Reply