সকল অপেক্ষার অবসান ঘটিয়ে, অবশেষে লঞ্চ হলো ‘Royal Enfield Bullet 350’! লঞ্চ হওয়া তিনটি ভ্যারিয়েন্টের মধ্যে একটি মিলিটারি ভ্যারিয়েন্টও রয়েছে। আসলে আমরা সকলেই জানি যে ‘রয়্যাল এনফিল্ড’ এবং ভারতীয় সেনার সম্পর্কের একটি ইতিহাস রয়েছে। আসলে ১৯৫০ সাল থেকে ভারতীয় সেনাকে বুলেট বাইক সরবরাহ করতো এই সংস্থা। তাইতো এই সম্পর্কের স্মৃতি রোমন্থন করে নতুন ‘রয়্যাল এনফিল্ড ৩৫০’এ একটি মিলিটারি ভ্যারিয়েন্টও দিয়েছে তারা।
আর উল্লেখযোগ্য বিষয় হলো এই তিনটি ভ্যারিয়েন্টের মধ্যে সবথেকে কম দামে মিলিটারি ভ্যারিয়েন্টটি উপলব্ধ করা হয়েছে।
আসুন তাহলে জেনে নেওয়া যাক এই বাইকের বৈশিষ্ট্য ও দাম সম্পর্কিত তথ্য-
‘J’ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে বাইকের ইঞ্জিনটি তৈরি হয়েছে। যেখানে থাকবে ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা ২০ হর্সপাওয়ার শক্তি এবং ২৭ এনএম টর্ক তৈরি করতে সক্ষম। বাইকটি নিয়ন্ত্রণের জন্য রয়েছে ৫ স্পীড গিয়ারবক্স। সুরক্ষার জন্য ২ চাকাতেই ডিস্ক ব্রেক এবং এবিএস সিস্টেম দেওয়া হয়েছে।
তবে মিলিটারি ভ্যারিয়েন্টে শুধুমাত্র ড্রাম ব্রেক রয়েছে। সামনের চাকায় দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে রয়েছে টুইন শক অ্যাবজর্বার। যদি আমরা অন্যান্য বৈশিষ্ট্য দেখি তাহলে থাকবে সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল ইত্যাদি।
দাম: এই নতুন মোটরবাইকের দাম রাখা হয়েছে ১.৭৪ লক্ষ টাকা-২.১৬ লক্ষ টাকা। যেখানে আগে এই দাম ছিল ১.৬০ লক্ষ টাকা-১.৬৯ লক্ষ টাকা। অর্থাৎ আগের দামের থেকে ১৪,০০০- ৪৭,০০০ টাকা বাড়িয়েছে এই সংস্থা। ইতিমধ্যেই এই বাইকের বুকিং শুরু হয়ে গিয়েছে।
Leave a Reply