সম্প্রতি Jawa Yezdi বাইকের একটি টিজার সামনে এসেছে। এবার নিজেকে অনেকটা বদলে বাজারে হাজির হতে চলেছে 42 Bobber বাইক। গত পয়লা সেপ্টেম্বর থেকে বাজারে হাজির হয়েছে Royal Enfield Bullet 350। অপরদিকে এই মরশুমে Jawa Yezdi সংস্থা তাদের কারখানায় তৈরি করেছে Jawa Yezdi-এর আপডেটেড ভার্সন। তাই এবার যে লড়াই জমে উঠেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
নতুনভাবে তৈরি করার জন্য এতে থাকবে একাধিক নতুন ফিচার্স। ইঞ্জিনের কথা বলতে গেলে এতে থাকবে ৩৩৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন। ইঞ্জিনটি ৩০.২২ হর্সপাওয়ার শক্তি ও ৩২.৭৪ এনএম টর্ক উৎপন্ন করে। সঙ্গে থাকছে ৬ স্পীড গিয়ারবক্স। এছাড়া সুবিধার জন্য রয়েছে অ্যালয় হুইল, টিউবলেস টায়ার, স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ। তবে এতে আরও কিছু যোগ হবে কিনা তা স্পষ্ট নয়।
বাইকের দুই চাকাতে নিরাপত্তার জন্য থাকবে ডিস্ক ব্রেক। এছাড়া থাকবে ডুয়াল চ্যানেল অ্যান্টি লকিং সিস্টেম। এই বাইকের এক্স শোরুম মূল্য ২.১৩ লক্ষ টাকা। তবে এটি কবে বাজারে আসতে পারে তা নিয়ে স্পষ্টত কিছু জানানো হয়নি৷ তবে এটি বড়সড় বাইকের সঙ্গে লড়াইয়ে নামবে বলে মনে করা হচ্ছে।
রয়্যাল এনফিল্ড সহ একাধিক বাইকের সঙ্গে এটি লড়াইয়ে নামতে পারে। বুলেটের দাম ১.৯৩ লক্ষ টাকা থেকে ২.১৩ লক্ষ টাকা। হান্টারের এক্স শোরুম মূল্য ২ লক্ষ টাকার নীচে। এদিকে 42 Bobber বাইকের দাম ২.১৩ লক্ষ টাকা। সমস্যা বাইকের দাম কাছাকাছি রয়েছে। তাই লড়াই কতটা জমে উঠবে সেটিই দেখার৷
Leave a Reply