1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
মহা সুযোগ! মাত্র ৯ হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন Hero Spelndor Plus, এই অফার মিস করবেন না | Newshost24 Safar - Newshost24

September 27, 2023, 4:29 am

মহা সুযোগ! মাত্র ৯ হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন Hero Spelndor Plus, এই অফার মিস করবেন না | Newshost24 Safar

মহা সুযোগ! মাত্র ৯ হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন Hero Spelndor Plus, এই অফার মিস করবেন না | Newshost24 Safar

মহা সুযোগ! মাত্র ৯ হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন Hero Spelndor Plus, এই অফার মিস করবেন না | Sangbad Safar
মহা সুযোগ! মাত্র ৯ হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন Hero

এবার মাত্র ৯,০০০ টাকা দিয়ে আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন ‘Hero Motocorp’এর জনপ্রিয় বাইক ‘Hero Spelndor Plus’! বর্তমানে এই কমিউটার বাইকটির জনপ্রিয়তা ঠিক কতখানি তা আমরা সকলেই জানি। কমদামে যদি ভালো মাইলেজওয়ালা বাইকের কথা ওঠে তাহলে এই বাইকটির নাম আসে প্রথমদিকেই। যদিও অনেক সময় দেখা যায় একসাথে সবটা টাকা না থাকার কারণে বাইকটি কেনা সম্ভব হয় না।

তবে আজ আমরা এমন একটা উপায়ের কথা বলবো যেখানে ভীষণ কমদামে আপনি বাইকটি কিনতে পারবেন। কীভাবে? আসুন তাহলে জেনে নেওয়া যাক। বাইকটির এক্স-শোরুম মূল্য প্রায় ৭৩,৩৯৬ টাকা। তবে এখন কিনতে গেলে সবমিলিয়ে আপনাকে খরচ করতে হবে ৮৮,৪৭৯ টাকা। অত টাকা যদি আপনার কাছে না থাকে তাহলেও কোনো চিন্তা নেই।

কারণ, সংস্থার তরফ থেকে ফাইনান্সে কেনার সুবিধা নিয়ে আসা হয়েছে। যেখানে আপনি ৭৬,০৯৮ টাকা লোন পেয়ে যাবেন। প্রথমে আপনাকে ৯,০০০ টাকা ডাউনপেমেন্ট দিয়ে ৩ বছরে বাকি টাকা ৯.৭ শতাংশ সুদের হারে ২,৪৪৫ টাকা করে মাসিক কিস্তিতে শোধ করতে হবে।

যার অর্থ হলো ভীষণই কমদামে আপনি বাইকটি নিজের করে নিতে পারবেন। এবার যদি বাইকটির বৈশিষ্ট্য দেখি তাহলে এতে রয়েছে ৯৭.২ সিসির এয়ার কুলড ইঞ্জিন। যা ৮.০২ পিএস শক্তি এবং ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। বাইকটি নিয়ন্ত্রণের জন্য রয়েছে ৪ স্পীড গিয়ারবক্স। আর এতে মাইলেজ পাওয়া যায় ৮০.৬ কিলোমিটার প্রতি লিটার।


#মহ #সযগ #মতর #৯ #হজর #টকয় #বড় #নয় #আসন #Hero #Spelndor #এই #অফর #মস #করবন #ন #Newshost24 #Safar

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews