এবার ৮,০০০ হাজার টাকা দিলেই আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন জনপ্রিয় কমিউটার বাইক ‘Bajaj Platina 110 Abs’। কারণ, এমনই সুযোগ করে দিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। আমরা সকলেই জানি যে নিত্য যাতায়াতের ক্ষেত্রে মোটরবাইক ভীষণই উপযুক্ত। এছাড়াও শহুরে যানজট এড়াতে চারচাকার তুলনায় দু’চাকার যানবাহনেই বেশি নির্ভর করেন সাধারণ মানুষ।
এক্ষেত্রে যে বিষয়টিকে সবার প্রথমেই গুরুত্ব দেওয়া হয় সেটি হলো মাইলেজ। আর ভালো মাইলেজওয়ালা বাইকের কথা বলতে গেলে প্রথমদিকে নাম আসে ‘Bajaj Platina 110 Abs’এর। তাইতো সময়ের সাথে সাথে এই বাইকটির জনপ্রিয়তা ক্রমাগত বেড়েই চলেছে। আর এবার সংস্থার তরফ থেকে এমন একটি অফার নিয়ে আসা হয়েছে যেখানে ৮,০০০ টাকা দিয়েই আপনি এই বাইকটি বাড়ি নিয়ে যেতে পারবেন।
আসলে ৮,০০০ টাকা ডাউনপেমেন্ট দিয়ে বাকি টাকা আপনাকে কিস্তির মাধ্যমে শোধ করতে হবে। এক্ষেত্রে ৩ বছর ৯.৭ শতাংশ সুদের হারে মাসিক কিস্তি দিতে হবে ২,৪৬৮ টাকা। আসুন তাহলে এই বাইকের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
এতে রয়েছে ১১৫.৪৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যেখানে সর্বাধিক ৮.৬০ বিএইচপি শক্তি এবং ৯.৮১ এনএম টর্ক উৎপন্ন হয়। বাইকটি নিয়ন্ত্রণের জন্য রয়েছে ৫ স্পীড গিয়ারবক্স। আর এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো বাইকটির মাইলেজ। কারণ, ৮৪ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাওয়া যায় এই বাইকে। যা অন্যান্য বাইকের তুলনায় অনেকটাই বেশি। সব বিষয়গুলি মূল্যায়ন করলে এই বাইকটি কেনা দৈনন্দিন যাতায়াতের জন্য একেবারেই উপযুক্ত।
Leave a Reply