টপ টেন বেস্ট সেলিং কার ইন ইন্ডিয়া- এই তালিকাতে যে নামটা সর্বত্রই ভেসে উঠবে তা হল মারুতি সুজুকি। সাধারণ মধ্যবিত্তের পছন্দের গাড়ি হিসেবে Maruti Suzuki-এর গাড়িগুলির চাহিদা চিরকাল তুঙ্গে। তবে এই সংস্থার যে গাড়িটি সবথেকে জনপ্রিয় তা হলো Swift. ২০০৫ সালে প্রথমবার লঞ্চ হয়েছিল Maruti suzuki Swift. মাঝে এত বছর কেটে গেলেও এর চাহিদা কখনো নিচে নামেনি।
সম্প্রতি এই সাফল্যের কথা মাথায় রেখেই গাড়িটির পঞ্চম প্রজন্ম আনতে চলেছে সংস্থা। ডিজাইন থেকে ফিচার সব দিক থেকেই আপডেট হতে চলেছে এই গাড়িটি। জানা যাচ্ছে আগামী অক্টোবরেই নতুন প্রজন্মের সুইফট বিশ্ববাজারে আত্মপ্রকাশ করতে পারে। আর ভারতের লঞ্চ হতে পারে ২০২৪ এর ত্রৈমাসিকের মধ্যে। চলুন আসন্ন গাড়িটির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক-
ফিচারস- মারুতি সুজুকি সুইফটের আসন্ন ভার্সনে স্ট্রং হাইব্রিড ইঞ্জিন থাকবে। জানা যাচ্ছে এতে ১.২ লিটার থ্রি সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন অফার করা হবে। গাড়িটি ৩৫-৪০ কিলোমিটার পথ ছুটবে বলেও আশা করা হচ্ছে। তবে যে অল্প দামী ভ্যারিয়েন্টটি আনা হবে তাতে ২৩.৭৬ কিলোমিটার মাইলেজ মিলবে।
এই মডেলের আউটপুট হবে 89 বিএইচপি এবং ১১৩ এনএম টর্ক। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে নতুন স্মার্ট প্লে প্রো+ টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো ও apple car play conectivity ইত্যাদি থাকবে। এছাড়াও Maruti Suzuki Swift এর ফিচার হিসাবে থাকছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ওয়ারলেস ফোন চার্জার, HUD, ফ্রন্ট গ্রিল, স্লিক এলইডি হেড ল্যাম্প, নতুন বডি প্যানেল ইত্যাদি।
Leave a Reply