দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে মানুষের প্রধান পছন্দ হলো মোটরবাইক এবং স্কুটার। কারণ, এগুলিকে মেইন্টেন করা যেমন সহজ তেমনি রাস্তার জ্যামেও আটকে থাকতে হয় না এই যানবাহনগুলি ব্যবহার করলে। ইতিমধ্যেই একাধিক সংস্থা দুর্দান্ত মোটরবাইক এবং স্কুটার নিয়ে এসেছে গ্রাহকদের জন্য। তবে আজ আমরা মোট ৫টি জনপ্রিয় স্কুটার এবং বাইকের সম্পর্কে আলোচনা করবো এই প্রতিবেদনে।
Hero Splendor- ‘হিরো মোটোকর্প’এর সবথেকে জনপ্রিয় বাইক হলো ‘স্প্লেন্ডার’। এই বাইকে মাইলেজ পাওয়া যায় ৭০ কিলোমিটার। তাইতো সস্তায় ভালো মাইলেজওয়ালা বাইকের প্রসঙ্গ উঠলে এই বাইকের নাম আসে প্রথমদিকেই। বর্তমানে এই বাইকের এক্স-শোরুম মূল্য ৭৯,০০০ টাকা।
Honda Activa- এই সংস্থার সবথেকে বেশি বিক্রি হওয়া স্কুটার হলো ‘অ্যাক্টিভা’। যেখানে ভালো পারফরম্যান্সের পাশাপাশি দুর্দান্ত ডিজাইন পেয়ে যান গ্রাহকেরা। ইতিমধ্যেই এই স্কুটারের একাধিক ভার্সন এসেছে বাজারে। সর্বশেষ ভার্সন হিসেবে রয়েছে সিক্স-জি, যার দাম ৭৬,৬২০ টাকা।
Bajaj Pulsar- কমিউটার এবং স্পোর্টস বাইকের মাঝামাঝি একটি বাইক হলো ‘পালসার’। ইতিমধ্যেই বাইকটি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে গ্রাহকমহলে। বাইকটি ১২৫ থেকে ২৫০ উভয় ইঞ্জিনেই উপলব্ধ রয়েছে। এই বাইকের দাম ৯১,০০০ টাকা- ১.৭২ লক্ষ টাকা।
TVS Apache RTR 160- এই বাইকে একদিকে যেমন রয়েছে আকর্ষণীয় ডিজাইন সেরকমই বাইকের পারফরম্যান্স চোখে পড়ার মতো। তাইতো সময়ের সাথে সাথে এই বাইকের জনপ্রিয়তা ক্রমাগত বেড়েই চলেছে। এই বাইকের এক্স-শোরুম মূল্য ১.২১ লক্ষ টাকা।
Royal Enfield Classic- যারা প্রিমিয়াম মোটরবাইক পছন্দ করেন তাদের কাছে জনপ্রিয় বাইক হলো ‘রয়্যাল এনফিল্ড ক্লাসিক’। যেখানে একদিকে যেমন দুর্দান্ত ফিচার রয়েছে, সেরকমই সেখানে ভালো মাইলেজ পাওয়া যায়। এই বাইকটির দাম ১.৯৩ লক্ষ টাকা।
Leave a Reply