September 27, 2023, 5:37 am
সময়ের সাথে সাথে বিভিন্ন অটোমোবাইল সংস্থাগুলি বিভিন্ন দুর্দান্ত বাইক নিয়ে আসে গ্রাহকদের জন্য। এই যেমন কিছুদিন আগেই ‘হণ্ডা’ তাদের নতুন মোটরবাইক লঞ্চ করেছে, যেটির নাম ‘SP160’। এতে মূলত কমিউটার এবং স্পোর্টি লুকের সংমিশ্রণ দেওয়া হয়েছে। বাইকটির ড্রাম ও ডিস্ক ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১,১৭,৫০০ টাকা ও ১,২১,৯০০ টাকা। তবে আজ আমরা এই মোটরবাইক নয় আরো বেশ কয়েকটি মোটরবাইক সম্পর্কে আলোচনা করবো এই প্রতিবেদনে।
Keeway SR125- এই বাইকে রয়েছে ১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যেখানে সর্বাধিক ৯.৫ বিএইচপি শক্তি এবং ৮.২ এনএম টর্ক উৎপন্ন হয়। এছাড়া আমরা অন্যান্য ফিচার যদি দেখি তাহলে রয়েছে কালার ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি লাইট ইত্যাদি রয়েছে। দাম পড়বে ১,২০,০০০ টাকা।
Bajaj Pulsar N160- এই বাইকে রয়েছে ১৬৪. ৮২ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যেখান থেকে ১৫.৭ বিএইচপি শক্তি এবং ১৪.৬৫ এনএম টর্ক উৎপন্ন হয়। একইসাথে এতে পাওয়া যাবে সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি টেইল লাইট, ইউএসবি চার্জিং পোর্ট ইত্যাদি। যার দাম ১,২২,৮৫৪ টাকা।
Bajaj Avenger Street 160- এই বাইকে রয়েছে ১৬০.৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ও ফ্যুয়েল ইনজেকক্টেড মোটর। উচ্চগতিতে চালানোর জন্য এই বাইকটি একেবারেই আদর্শ। এই বাইকের দাম ১,১৬,৮৩২ টাকা।
Yamaha FZ-S Fi- এই বাইকে রয়েছে ১৫৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যেখানে সর্বাধিক ১২.২ বিএইচপি শক্তি এবং ১৩.৩ এনএম টর্ক উৎপন্ন হয়। গাড়ির লুক, পারফরম্যান্স সবই নজরকাড়া।এটির দাম ১,২১,৪০০ টাকা।
TVS Apache RTR 160 2V- এই গাড়িতে পাবেন ১৫৯.৬০ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। যেখানে সর্বাধিক ১৫.৮ বিএইচপি শক্তি এবং ১৩.৮৫ এনএম টর্ক উৎপন্ন হয়। অন্যান্য বৈশিষ্ট্য দেখতে গেলে এতে ব্লুটুথ কানেকশন, ডুয়াল চ্যানেল এবিএস ইত্যাদি পেয়ে যাবেন। যার দাম ১,১৯,৩২০ টাকা।
#মতর #১০০ #টকর #তলই #ঘরত #পরবন #সর #পজ #রইল #৫ট #সর #মইলজর #বইকর #হদশ #Newshost24 #Safar
Leave a Reply