পেট্রোলের মূল্য যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাতে আর যাই হোক গাড়ি নিয়ে বেরোতেও ভয় পাচ্ছেন মধ্যবিত্তরা। আবার বাস ট্রেনে যেতে ভীড়ের ঝক্কি! কিন্তু এমন যদি হয় আপনি কাছেপিঠে কাজে বা ঘুরতে গেলেন বাইকে আবার খরচ হলো সামান্য কিছু টাকা! কি অবাক হচ্ছেন! ভাবছেন এ যুগেও এমন সম্ভব নাকি। হ্যাঁ সম্ভব যদি সেটা ই-বাইক বা স্কুটার হয়।
একে পেট্রোলের মূল্য বৃদ্ধি তারপরে তার রক্ষণাবেক্ষণ। সবমিলিয়ে খরচ সামলাতে বর্তমানে দেশে প্রবণতা বাড়ছে ইলেকট্রিক টু হুইলার এর প্রতি। আজ আমরা বলবো এমনই কিছু দু চাকার গাড়ির কথা যেগুলি দাম ৫০০০০ এর মধ্যে। যে বৈদ্যুতিক গাড়ি গুলি চার্জ করলেই মাত্র কয়েকশো টাকা খরচ করেই পৌঁছে যেতে পারবেন কাছাকাছি কোন ভ্রমণেও।
১)ইভোলেট পনি ইলেকট্রিক স্কুটার- দেশের অন্যতম সস্তা ইলেকট্রিক স্কুটার এটি যেখানে ব্যবহার হয়েছে লিথিয়াম ব্যাটারি। এই স্কুটারটি একবার চার্জে ৮০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই সর্বোচ্চ গতি প্রায় ২৫ কিমি/hr. স্কুটারটির দাম ৪১ হাজার ১২৪ টাকা।
২)এভন ই-স্কুটার- এই স্কুটারটি সম্পূর্ণ চার্জ করার পর 85 কিলোমিটার দূরত্ব কভার করতে সক্ষম। এর সর্বোচ্চ গতি ঘন্টায় ৬৫ কিমি। স্কুটারটির দাম রয়েছে ৩৯ হাজার ২৫৯ টাকা।
৩)উজাস এনার্জি ইগো এলএ- কোম্পানি একটি 60V/26Ah ব্যাটারি সহ তার ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে যাতে ২৫০ w বৈদ্যুতিক মোটরও ব্যবহার করা হয়েছে। স্কুটারটি সম্পূর্ণ চার্জ হয়ে গেলে ৭৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম। আর এই সর্বোচ্চ গতি ঘন্টায় ২৫ থেকে ৩০ কিমি। দাম পড়বে ৩৪ হাজার ৮৮০ টাকা।
Leave a Reply