বর্তমানে বৈদ্যুতিক যানবাহনের জনপ্রিয়তা বেশ উঁচুতে। অনেকেই নিজেদের বাড়িতেও নিয়ে যেতে চান বৈদ্যুতিক যান। তেমনই বাজারে এলো দু’টি বৈদ্যুতিক স্কুটার বাজারে এসেছে যা জয় করে নিয়েছে মানুষের মন। আর সেই দু’টি স্কুটার হল হিরো ইলেকট্রিক অ্যাট্রিয়া এলএক্স এবং হিরো ইলেকট্রিক ফ্ল্যাশ এলএক্স। তবে আজকের প্রতিবেদনে রইল এই দু’টি স্কুটারের বিস্তারিত বিবরণ।
স্কুটার দু’টি দেখতে বেশ সুন্দর। মাত্র ১০,০০০ টাকার বিনিময়ে কিনে ফেলতে পারেন এই স্কুটার দু’টি। সংস্থার তরফে স্কুটার দু’টির উপর আকর্ষণীয় ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আর তার ফলে অনেক কম টাকাতেই স্কুটার দু’টি কিনে ফেলতে পারবেন গ্রাহক। কম টাকার মধ্যে স্কুটার কিনতে চাইলে পছন্দ করতে পারেন হিরোর অ্যাট্রিয়া এলএক্স স্কুটার। এটি কেনার সময় ব্যাঙ্কে ৬১,৬৯৯ টাকা ঋণ হিসেবে প্রদান করা হবে।
আপনি মাত্র ১০,০০০ টাকার ডাউন পেমেন্টের মাধ্যমে এই স্কুটার কিনতে পারেন এবং বাকি টাকা আপনি দিতে পারেন ব্যাঙ্কের মাধ্যমে। ২ বছরের ৮ শতাংশ সুদে এই ঋণ পরিশোধ করতে হবে। এর জন্য গ্রাহক প্রতি মাসে ২,৭৯০ টাকা জমা করবেন৷ এই টাকা পরিশোধ হলে আপনি কিনে নিতে পারবেন স্কুটারটি।
এছাড়া স্কুটারের দ্বিতীয় সংস্করণটি কেনার সময় হিরো ইলেকট্রিক ফ্ল্যাশ এলএক্স স্কুটারের জন্য ৪৯,৬৪০ টাকা লোন পরিশোধ করতে হবে। ডাউন পেমেন্টের মাধ্যমে এই স্কুটার কিনতে চাইলে ব্যাঙ্কের মাধ্যমে এই লোন পরিশোধ করতে হবে ২ বছরে প্রতি মাসে ৮ শতাংশ সুদের হারে ২,২৪৫ টাকা। এর পর ঋণ শোধ হলেই স্কুটারটি আপনি কিনে ফেলতে পারবেন।
Leave a Reply