সম্প্রতি এবার চীনে ‘iQOO Z8’ স্মার্টফোন লঞ্চের তারিখ ঘোষণা করলো উক্ত সংস্থা। জানা গিয়েছে এই ফোনটি আগামী ৩১শে আগস্ট লঞ্চ হবে। আমরা সকলেই জানি যে এই ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 SoC প্রসেসর থাকবে। আর সম্প্রতি এবার এই ফোনের ব্যাটারী এবং ফাস্ট চার্জিং ফিচার সম্পর্কে জানা গিয়েছে।
সংস্থার তরফ থেকে বলা হয়েছে এই ফোনটিতে ১২০ ওয়াট আল্ট্রা-ফাস্ট চার্জিং ক্যাপাসিটি সমেত ৫০০০ mAh ব্যাটারী দেওয়া হবে। যেখানে ০ থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ১০ মিনিট। সংস্থা জানিয়েছে যে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ব্যাটারীর গুণগত মান ভালো থাকবে। অন্যদিকে এই তাদের প্রকাশিত টিজারে দেখা গিয়েছে এই ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সাথে অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন অপশন দেওয়া হবে।
এছাড়াও এই ফোনটিতে ৩.৫ এমএম এর একটি জ্যাক দেওয়া হবে। যদি আমরা অন্যান্য কিছু ফিচার দেখি তাহলে এতে ৬.৬৪ ইঞ্চি ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরাযুক্ত রিয়ার ক্যামেরা সেটআপ এবং সর্বাধিক ১২ জিবি র্যাম থাকবে। সাথে রয়েছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটি চালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের মাধ্যমে। দুর্দান্ত সব ফিচারগুলি দেখলে সহজেই আন্দাজ করা যায় যে লঞ্চের পর সেটি তুমুল সাড়া ফেলবে গ্রাহকমহলে।
দাম: এই ফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম আনুমানিক ৩৪,৯৯০ টাকা হবে বলে জানা গিয়েছে। তবে সম্পূর্ণ তথ্য জানতে আপাতত অপেক্ষা করতে হবে।
Leave a Reply