দেশের বাজারে শাওমি একটি জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি। এই কোম্পানির স্মার্টফোন ভারতে বেশ জনপ্রিয়তা পেয়েছে ইতিমধ্যে। এবার কোম্পানির তরফে চারটি নতুন মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গিয়েছে। তবে স্মার্টফোনগুলির মধ্যে একটির আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি। তবে মোবাইলগুলি হল Xiaomi 14, Xiaomi 14 Pro, Xiaomi 14 Pro+ ও Xiaomi 14 Ultra।
যে মডেলটির কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি সেটি হল Xiaomi 14 Pro। তবে শোনা যাচ্ছে এটি লঞ্চ হবে। এছাড়া একটি আল্ট্রা প্রো ও একটি স্ট্যান্ডার্ড মডেল লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। জানা গিয়েছে, এটির কোড নাম অরোরা। নামটি নেওয়া হয়েছে রোমের পুরাণ থেকে। এছাড়া শাওমি ১৪ ও শাওমি ১৪ প্রো-এর সাংকেতিক নাম হল হউজি ও শেনং।
শাওমি ১৪ সিরিজের স্মার্টফোনের স্পেসিফিকেশন- জানা যাচ্ছে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হবে। এতে ৯০ মিলিমিটারের ফোকাল লেন্থ ও ৩.৯ এক্স অপটিক্যাল লেন্স জুম সহ একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে বলে জানা গিয়েছে।
শাওমি ১৪ ও ১৪ প্রো-তে ব্যাটারি থাকবে ৪,৮৬০ এমএএইচ ও ৫০০০ এমএএইচ। এর সঙ্গে দেওয়া হবে ১২০ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট। আশা করা যাচ্ছে, আগামী নভেম্বর মাসে শাওমি ১৪, ১৪ প্রো ও ১৪ প্রো + লঞ্চ হবে। শাওমি ১৪ আল্ট্রা মডেলটি ২০১৪ সালের শুরুর দিকে লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে।
Leave a Reply