বর্তমানে বাজারে দ্রুততম ইলেকট্রিক গাড়ি হিসেবে উপলব্ধ রয়েছে ‘Lucid Air’। যেখানে সম্পূর্ণ চার্জে দুর্দান্ত মাইলেজ পাওয়া যায়। তবে আজ আমরা এমন একটি গাড়ির সম্পর্কে আলোচনা করতে চলেছি যেটি এই গাড়িটিকেও হার মানাবে। কারণ, খুব শীঘ্রই এমন একটি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে চলেছে ‘টয়োটা’। আসলে জাপানের এই সংস্থা সলিড স্টেট ব্যাটারীর ওপর কাজ শুরু করেছে।
যা ফুল চার্জে ১২০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। এই বিষয়ে সংস্থার দাবী, সাম্প্রতিক যে গাড়িগুলি আমরা দেখতে পাই সেখানে লিথিয়াম আয়ন ব্যাটারীপ্যাক থাকে। ফলে খুব বেশি মাইলেজ পাওয়া যায় না। তাইতো তারা সলিড স্টেট ব্যাটারীর উপর কাজ শুরু করেছে। ইতিমধ্যেই হাজারের বেশি সংখ্যা ব্যাটারীর জন্য পেটেন্ট ফাইল করেছে এই সংস্থা।
তাদের দাবী এই ব্যাটারী মাত্র ১০ মিনিটে সম্পূর্ণ চার্জ হতে পারে। আর সম্পূর্ণ চার্জ হলে সেটি ১২০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জে দেবে। অন্যদিকে দামের দিক দিয়েও এই গাড়িটি পকেটসুলভ হতে চলেছে। কারণ, অন্যান্য যেসব বেশি মাইলেজওয়ালা ইলেকট্রিক গাড়ি আমরা দেখেছি সেখানে অনেকটা দাম বেশি হওয়ার কারণে সেগুলি সাধারণ মানুষের নাগালের বাইরে থাকে।
তবে ‘টয়োটা’র যেহেতু যাত্রীবাহী গাড়ির গ্রাহক বেশি তাই তারা ভাবনাচিন্তা করেই দাম স্থির করবে। উল্লেখযোগ্য, ‘টয়োটা’ জ্বালানীচালিত গাড়ির চাহিদা বেশি থাকলেও ইলেকট্রিক গাড়ির চাহিদা খুব একটা নেই। ফলে ইলেকট্রিক গাড়ির সেগমেন্টে জোরকদমে কাজ শুরু করেছে তারা।
Leave a Reply