1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
মাত্র ১২ হাজার টাকায় কিনুন এই দুর্দান্ত 5G স্মার্টফোন, পাবেন 16GB র‌্যামের সঙ্গে 256GB মেমোরি স্টোরেজ | Newshost24 Safar - Newshost24

September 27, 2023, 5:58 am

মাত্র ১২ হাজার টাকায় কিনুন এই দুর্দান্ত 5G স্মার্টফোন, পাবেন 16GB র‌্যামের সঙ্গে 256GB মেমোরি স্টোরেজ | Newshost24 Safar

মাত্র ১২ হাজার টাকায় কিনুন এই দুর্দান্ত 5G স্মার্টফোন, পাবেন 16GB র‌্যামের সঙ্গে 256GB মেমোরি স্টোরেজ | Newshost24 Safar

মাত্র ১২ হাজার টাকায় কিনুন এই দুর্দান্ত 5G স্মার্টফোন, পাবেন 16GB র‌্যামের সঙ্গে 256GB মেমোরি স্টোরেজ | Sangbad Safar
মাত্র ১২ হাজার টাকায় কিনুন এই দুর্দান্ত 5G স্মার্টফোন, পাবেন

ভারতের সবথেকে জনপ্রিয় বাজেট সেগমেন্টের ফোনগুলি। বেশিরভাগ গ্রাহকরাই ১০ থেকে ১৫ হাজারের মধ্যে ফোন খোঁজেন। আর বাজেট সেগমেন্টে ফোনগুলিতে ক্রেতাদের চাহিদা থাকে একটা ফোনে ভালো ফটো কোয়ালিটি আর ভালো স্টোরেজের।

আর এই সেগমেন্টে এক দারুণ ফোন রয়েছে TECNO-এর. এই সংস্থার একটি ফোন ১৫০০০ টাকার কমেও পেয়ে যাওয়া যাবে তাও ১৬জিবি Ram ও ২৫৬ জিবি স্টোরেজসহ। সাথে পাবেন ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। এক কথায় কম দামে মারাত্মক ফোন হতে চলেছে এটি।

TECNO SPARK 10G- এই ফোনটির ৮জিবি Ram ও ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টটির দাম ১৫৯৯৯ টাকা। তবে বর্তমানে রিলায়েন্স ডিজিটাল এটার ওপর তেরো শতাংশ ছাড় দিচ্ছে ফলে ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দাম দাঁড়াচ্ছে ১৩৯৯৯ টাকা। পাশাপাশি এতে মিলবে ব্যাঙ্ক অফার ফলে আরো কমে পাওয়া যাবে ফোনটি। আপনি যদি ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করেন তাহলে অতিরিক্ত ১৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া সম্ভব। সবমিলিয়ে মাত্র ১২,৪৯৯ টাকায় ফোনটি কিনে নিতে পারেন।

স্পেসিফিকেশন- কালার ভ্যারাইটি, উন্নত ফিচার্সতো রয়েছে তার সাথে এর মূল আকর্ষণ এর ক্যামেরা ও স্টোরেজ। লো রেঞ্জেই এই ফোনে থাকছে ৮gb ভার্চুয়াল Ram ও ২৫৬ জিবি স্টোরেজ অর্থাৎ মোট ১৬ জিবি Ram ব্যবহার করতে পারবেন। এতে দেওয়া ৫০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি।

ফোনটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করবে। ফলে বুঝতেই পারছেন এর ক্যামেরা কোয়ালিটি কতটা উন্নত হবে। পাশাপাশি ৬.৫৬ ফুল এইচডি প্লাস স্ক্রিন যুক্ত এই ফোনে উন্নত পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমনসিটি ৬০২০ প্রসেসর দেওয়া হয়েছে ফোনে। এই মুহূর্তে কেনার কথা ভেবে থাকেন তাহলে আপনার জন্য ভালো অপশন হতে পারে এটি।


#মতর #১২ #হজর #টকয় #কনন #এই #দরদনত #সমরটফন #পবন #16GB #রযমর #সঙগ #256GB #মমর #সটরজ #Newshost24 #Safar

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews