ভারতে গাড়ির বাজারে বাজাজের জনপ্রিয়তা নতুন করে কিছু বলার নেই। যদিও রয়্যাল এনফিল্ডকে টেক্কা দিতে না পারলেও নিজের জায়গায় বাজাজ বেশ শক্তিশালী। বাজাজের একাধিক বাইকের মধ্যে তাদের একটি ক্রুজার বাইক হল বাজাজ অ্যাডভেঞ্চার ১৬০ স্ট্রিট। এটি বাইকপ্রেমীদের মধ্যে বেশ জনপ্রিয় একটি বাইক।
জানা যাচ্ছে, এই বাইকটির এক্স শোরুম মূল্য ১.১৬ লক্ষ টাকা এবং অন-রোড দাম ১.৪১ লক্ষ টাকা। কিন্তু এত টাকা একবারে খরচ করে অনেকেই এই বাইকটি কিনতে পারবেন না। তাই এই বাইকটি নূন্যতম টাকা খরচ করে কিনতে পারেন৷ ১৬,০০০ টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে বাইকটি কিনে নিতে পারেন৷ ইএমআই-এর ক্যালকুলেটরের তথ্য অনুযায়ী ১.২৫ লক্ষ টাকা লোন পাবেন গ্রাহক।
এই লোনের উপর সুদের হার থাকবে ৯.৭ শতাংশ। বাইকটি কেনার জন্য প্রথমে ১৬,০০০ টাকা জমা করতে হবে। এরপর প্রতি মাসে মোট ৩৬ মাস ৪,০১৮ টাকা ইএমআই দিতে হবে। এভাবেই ধীরে ধীরে টাকা পরিশোধ হলে আপনি বাইকটি নিজের করে নিতে পারবেন। তবে বাইকটি কেনার আগে তাতে কি কি সুবিধা রয়েছে তা জেনে নেওয়া যাক।
বাইকে রয়েছে ১৬০ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন এয়ার কুল্ড যা সর্বোচ্চ ১৫ পিএস শক্তি ও ১৩.৭ এনএম টর্ক উৎপন্ন করে। সঙ্গে রয়েছে ৫ স্পীড গিয়ারবক্স। এছাড়া এতে রয়েছে ডিজিটাল ও অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, সামনের চাকায় ডিস্ক ব্রেক ও পিছনের চাকায় ড্রাম ব্রেক, সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এর পাশাপাশি রয়েছে আরও একাধিক সুবিধা।
Leave a Reply