motorola একসময় বেশ বাজার দখল করেছিল এই সংস্থার ফোন। আর চলতি বছর নিজেদের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে মাঠে নেমেছে এই সংস্থা। শোনা যাচ্ছে এবার তারা লঞ্চ করতে চলেছে এক দুর্দান্ত ফোন। কিন্তু তার কিন্তু তার পূর্বেই নিজেদের প্রিমিয়াম সেগমেন্টের এক মডেলের উপর দুর্দান্ত ছাড় দিচ্ছে এই সংস্থা। দুর্দান্ত ফিচার্স দারুন ক্যামেরা কোয়ালিটি সহ এই ফোনটি বর্তমানে পাওয়া যাচ্ছে ভীষণ সস্তায়।
চলুন দেখে নেয়া যাক কোন ফোনের ওপর অফার রয়েছে motorola-এর- গত সেপ্টেম্বরেই লঞ্চ হয়েছিল motorola EDGE 30 ULTRA. 256 GB STORAGEএর এই স্মার্টফোনটির দাম ছিল ৭৪ হাজার ৯৯৯ টাকা। কিন্তু বর্তমানে ফ্লিপকার্টের আপনি এই ফোনটি কিনে নিতে পারবেন 10000 টাকারও কম দামে। কিভাবে তা জানতে পড়তে হবে বিস্তারিত-
flipkart এর ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে ফোনটির দাম পড়ছে ৪৯ হাজার ৯৯৯ টাকা কিন্তু তার সাথে রয়েছে এক্সচেঞ্জ অফার। যা ঠিকভাবে ব্যবহার করতে পারলে অতিরিক্ত ৪০ হাজার ৬০০ টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারেন ফলে ফোনটির দাম দাঁড়াবে মাত্র ৯৩৯৯ টাকা। এরই পাশাপাশি Onecard credit card এর মাধ্যমে লেনদেন করলে ১২৫০ টাকার ছাড় পাওয়া সম্ভব। আবার Flipkart Axis Bank card ব্যবহার করলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। থাকছে ইএমআই এরও অপশন, ইএমআই এর মাধ্যমে ফোনটি কিনলে মাত্র ১৭০৯ টাকা করে মাসিক কিস্তি দিতে হবে।
এক নজরে ফিচার্স- ফোনটির বৈশিষ্ট্যের কথা বললে এই ফোনে রয়েছে ১৬.৯৪ cm ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ক্যামেরার দিক থেকেও দারুন কোয়ালিটি দিচ্ছে ফোনটি। ফোনটিতে উপস্থিত রয়েছে 200mp+50mp+12mp প্রাইমারি ক্যামেরা, সেলফির জন্য অফার করা হয়েছে 60mp ক্যামেরা লেন্স। স্টোরেজের কথা বললে এতে রয়েছে দুটি একটি ১২gb ram+ 256gb rom, অপরটি ৮gb ram + ১২৮ জিবি স্টোরেজ। তাহলে আর দেরি কিসের.. অফার পেতে এখনই ফোনটি কিনে ফেলুন।
Leave a Reply