সম্প্রতি এবার ভারতের বাজারে লঞ্চ হলো সবচেয়ে কমদামী ইলেকট্রিক গাড়ি! যেটি লঞ্চ করেছে ‘MG Comet’ নামক অটোমোবাইল সংস্থা। আমরা সকলেই জানি যে সাম্প্রতিক সময়ে ইলেকট্রিক যানবাহনের রমরমা অনেকটাই বেড়ে গিয়েছে। ইতিমধ্যেই একাধিক বিদ্যমান এবং স্টার্টআপ অটোমোবাইল সংস্থাগুলি বিভিন্ন ইলেকট্রিক যানবাহন এনে চমকে দিয়েছে গ্রাহকদের। সেরকমই এবার ‘MG Comet’ সংস্থা ‘ধূমকেতু’ নামক একটি চারচাকা লঞ্চ করেছে। যা সরাসরি প্রতিযোগিতায় ফেলবে ‘Tata Tiago EV’ এবং ‘Citroen eC3’ কে।
এই গাড়িতে এমন কিছু আকর্ষণীয় ফিচার যোগ করা হয়েছে যা গাড়িটিকে ভীষণই জনপ্রিয় করে তুলবে বলে মনে করা হচ্ছে। এছাড়া দামের দিক দিয়েও সেটি পকেটসুলভ। ফিচার দেখতে গেলে এতে রয়েছে ১৭.৩ কিলোওয়াট-আওয়ারের ব্যাটারীপ্যাক। সাথে দেওয়া হয়েছে ৩.৩ কিলোওয়াটের চার্জার। এই গাড়িটি মাত্র ৫ ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যায়। আর একবার সম্পূর্ণ চার্জ হলে সেটি ২৩০ কিলোমিটার পর্যন্ত রাস্তা চলতে পারে।
সুরক্ষার দিকটি দেখতে গেলে এতে রয়েছে ডিস্ক ও ড্রাম উভয় প্রকার ব্রেক। এছাড়াও ৪ সিটারের এই গাড়িতে রয়েছে ডবল এয়ারব্যাগ, ১০.২৬ ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম, ইউএসবি পোর্ট, রিভার্স ক্যামেরা সেন্সরের মতোন অত্যাধুনিক সুবিধা।
দাম: এই গাড়িটির দাম ৭.৯৮ লক্ষ টাকা। যার দ্বারা এটাই স্পষ্ট যে ভীষণই কম দামে এই গাড়িটি কিনতে পারবেন আপনি। এছাড়া আপনি চাইলে ফাইন্যান্সেও গাড়িটি কিনতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ৮০,০০০ টাকা ডাউনপেমেন্ট দিয়ে বাকি টাকা ৫ বছরের জন্য ৯.৮% সুদের হারে মাসিক ১৬,৪৩৮ টাকার কিস্তিতে শোধ করতে হবে।
Leave a Reply