বাইকের দুনিয়ায় হিরো স্প্লেন্ডার একটি জনপ্রিয় বাইক। মাইলেজ ও পারফরম্যান্সের দিক থেকে এটি দুর্দান্ত একটি বাইক। এছাড়া তরুণ প্রজন্মের কাছে এটি বেশ পছন্দের এটি গাড়ি। তাই হিরো সংস্থার এই গাড়িটি পছন্দ করেন না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। গাড়িটি বেশ জনপ্রিয় হওয়ায় ও পারফরম্যান্সের দিক থেকে আকর্ষণীয় হওয়ার ফলে এটির দামও বেশ বেশি।
তাই বাইকটি কেনার বাজেট না থাকলে এটি সেকেন্ড হ্যান্ড কিনতে পারেন। তার জন্য অফারগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিন। বিভিন্ন অনলাইন ওয়েব সাইট থেকে এই ডিলের বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। আপনি যদি শোরুম থেকে এই গাড়িটি কিনতে চান তবে তার জন্য আপনাকে খরচ করতে হবে ৭৪,৪৯১ টাকা থেকে ৭৫,৮১১ টাকা।
তবে সেকেন্ড হ্যান্ড কিনলে এত টাকার ঝক্কি সামলাতে হবে না৷ এর জন্য আপনাকে ড্রুম ওয়েব সাইটে যেতে হবে। সেখানে ২০১২ সালের মডেলটি রয়েছে। সেখানে মডেলটির দাম ১৮,০০০ টাকা। বাইকটি দিল্লি থেকে রেজিস্ট্রার করা রয়েছে। দ্বিতীয় ওয়েব সাইট ওএলএক্স-এ রয়েছে ২০১৪-এর মডেল রয়েছে।
সেখার এটির দাম ২৪,০০০ টাকা। এটি দিল্লি থেকে রেজিস্ট্রার করা রয়েছে। গাড়িটি কেনার জন্য কোনো প্ল্যানের সুবিধা পাবেন না গ্রাহক। BIKES4SALE নামক তৃতীয় ওয়েব সাইটে গিয়ে এই মডেলের সেকেন্ড হ্যান্ড গাড়িটি কিনতে পারেন। এটি ২০১৫ সালের মডেল। সেটির দাম ৩০,৯৯৯ টাকা। এতেও কোনোরকম ফাইন্যান্স প্ল্যানের সুবিধা নেই।
Leave a Reply