আপনি যদি কোনো চারচাকা গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনাদের জন্য ভীষণই উপযোগী হতে চলেছে। কারণ, আজ আমরা এমন একটি গাড়ির সম্পর্কে আলোচনা করবো যেটি মাত্র ১ লাখ টাকা দিয়েই আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন। যার নাম ‘Maruti WagonR’।
ভারতীয় বাজারে ‘মারুতি সুজুকি’র নাম নতুন করে বলার প্রয়োজন পড়ে না। ইতিমধ্যেই তারা নিজেদের একাধিক গাড়ির মাধ্যমে আধিপত্য বিস্তার করেছে অটোমোবাইল দুনিয়ায়। আর এই মুহূর্তে ভারতের বাজারে তাদের সব থেকে বেশি বিক্রি হওয়া গাড়ি হলো ‘WagonR’এর ZXI এবং ZXI Plus ভ্যারিয়েন্ট।
এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে কীভাবে এই গাড়ি আপনি ১ লক্ষ টাকায় কিনতে পারেন? আসুন তাহলে সেই বিষয়েই জেনে নেওয়া যাক। আসলে এই গাড়ির দুটি ভ্যরিয়েন্টের দাম ৬.২৮ লাখ টাকা থেকে ৬.৭৫ লাখ টাকা পর্যন্ত। যদি ‘WagonR ZXI’ গাড়িটি কিনতে চান তাহলে আপনাকে প্রথমে ১ লক্ষ টাকা ডাউনপেমেন্ট দিয়ে বাকি টাকা ৫ বছরে শোধ করতে হবে। ৯ শতাংশ সুদের হারে এক্ষেত্রে আপনাকে মাসিক দিতে হবে ১২,৭৩৩ টাকা।
এতে রয়েছে ৯৯৯ সিসির ইঞ্জিন যা ৬৫.৭১ বিএইচপি শক্তি এবং ৮৯ এনএম টর্ক উৎপন্ন করে। এতে রয়েছে ৫ স্পীড গিয়ারবক্স, যদি আমরা আধুনিক ফিচার দেখি তাহলে এতে রয়েছে ৭ ইঞ্চির টাচস্ক্রীন ইনফোটেইমেন্ট সিস্টেম, ডিজিটাল স্পিডোমিটার, এবিএস, ব্লুটুথ ইত্যাদির মতো অত্যাধুনিক ফিচার।
Leave a Reply