সম্প্রতি ‘iQOO’ সংস্থা ‘iQOO Z7 Pro’ নামক ফাইভ-জি স্মার্টফোন লঞ্চ করেছে ভারতে। যেখানে দুর্দান্ত সব ফিচার যোগ করা হয়েছে। মূলত স্মার্টফোনটির ডিজাইনের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়া সংস্থার তরফ থেকে জানানো হয়েছে তারা ২ বছর লেটেস্ট অ্যান্ড্রয়েড আপডেট এবং ৩ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেবে। আসুন তাহলে এই ফোনের সম্পূর্ণ তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
এতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে। ফোনটি চালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা। প্রসেসর হিসেবে এতে আছে Octacore MediaTek Dimensity 7200 চিপসেট।
দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ফোনটি পাবেন। যথা- ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। ক্যামেরা হিসেবে পাবেন ৬৪ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপ সামলাতে এতে রয়েছে ৪৬০০ mAh ব্যাটারী। যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার তরফ থেকে দাবী করা হয়েছে ০ থেকে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগে মাত্র ২২ মিনিট।
দাম: ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ- ২৩,৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ- ২৪,৯৯৯ টাকা।
জানা গিয়েছে, আগামী ৫ই সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ফোনটি সংস্থার অফিসিয়াল অনলাইন স্টোর এবং অ্যামাজন ই-কমার্স সাইট থেকে কেনা যাবে। যদি আপনি এসবিআই বা এইচডিএফসি কার্ড দিয়ে পেমেন্ট করেন তাহলে ২,০০০ টাকার ছাড় পেয়ে যাবেন। শুধু তাই নয় ২,০০০ টাকার এক্সচেঞ্জ অফারও রয়েছে।
Leave a Reply