এবার মাত্র ২৫,০০০ টাকা দিয়ে আপনি কিনে ফেলতে পারেন ‘মাহিন্দ্রা থার’! গাড়িপ্রেমীদের মধ্যে ‘মাহিন্দ্রা থার’ নিয়ে কী পরিমাণ উত্তেজনা রয়েছে তা আমরা সকলেই জানি। এই গাড়িটি মূলত ছয়টি রঙে উপলব্ধ রয়েছে। যেখানে রয়েছে ব্লেজিং ব্রোঞ্জ, এভারেস্ট হোয়াইট, রেড রেজ, অ্যাকোয়া মেরিন, নেপোলি ব্ল্যাক এবং গ্যালাক্সি গ্রে।
এতে ইঞ্জিন রয়েছে ১৪৯৭ সিসি থেকে ২১৮৪ সিসির। যেখান থেকে ১১৬.৯৩ বিএইচপি থেকে ১৫০ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। ১৫.২ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাওয়া যায় এই দুর্দান্ত গাড়িটিতে। যে কোনো রাস্তায় মসৃণভাবে চলতে সক্ষম এই গাড়িটি। এই গাড়িটি বর্তমানে দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ রয়েছে।
যেগুলি হলো ‘AX(O)’ এবং ‘LX’। যদি আমরা ফিচার্স দেখি তাহলে এতে রয়েছে ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, অ্যাপল কার প্লে, অ্যান্ড্রয়েড অটো, এলইডি ডিআরএল, ডুয়েল ফ্রন্ট এয়ার ব্যাগ, এবিএস সিস্টেম, ট্র্যাকশন কন্ট্রোল ইত্যাদি।
আপনি চাইলে এই গাড়িটি মাত্র ২৫,০০০ টাকায় কিনতে পারেন। কীভাবে? আসলে প্রথমে আপনাকে ১,৩৩,০০০ টাকা ডাউনপেমেন্ট দিতে হবে। এরপর ৯.৮% সুদের হারে ৫ বছরের জন্য মাসিক ১৫,২৬১ টাকা কিস্তি দিতে হবে।
Leave a Reply