আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে আসতে চলেছে আইফোন ১৫। এই নতুন মডেলটি আত্মপ্রকাশের সাথে সাথে, Cupertino-ভিত্তিক টেক জায়ান্ট অ্যাপল আইফোন 12-এর পথ বন্ধ হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে যাই হোক, Apple iPhone 12 একটি দুর্দান্ত ডিভাইস হিসেবে বাজারে আজও বেশ জনপ্রিয়। মিডিয়াম রেঞ্জের মধ্যে স্মার্টফোন খুঁজতে থাকা গ্রাহকদের জন্য এটি আদর্শ।
এবার এই স্মার্টফোনটি ফ্লিপকার্ট বিগ সেভিং ডে সেল চলাকালীন মাত্র ২৭৪৯ টাকায় পাওয়া যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে আসতে চলেছে অ্যাপেলের বেশ কিছু মডেল৷ মনে করা হচ্ছে আগামী মাসে iPhone 12 বন্ধ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। আপাতত অ্যাপেলের অফিসিয়াল অনলাইন স্টোরে এটি ৫৯,৯০০ টাকায় তালিকাভুক্ত হয়েছে।
তবে এটি ফ্লিপকার্টে ৫৬,৯৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে। গ্রাহকের যদি তাকে ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড তবে তারা পাবেন ১২৫০ টাকা ডিসকাউন্ট। এরফলে দাম হবে ৫৫,৭৪৯ টাকা। পুরোনো স্মার্টফোনের উপর আরও ৫৩,০০০ টাকা ডিসকাউন্ট দিচ্ছে তারা। সমস্ত ব্যাঙ্ক অফার ও ব্যাঙ্কের কার্ডের ডিসকাউন্টের পর মোবাইলটির দাম ২,৭৪৯ টাকা হয়।
তবে এবার জেনে নেওয়া যাক কি কি ফিচার্স রয়েছে এটিতে। এটিতে রয়েছে ৬.১ ইঞ্চি ডিসপ্লে এবং এ১৪ বায়োনিক চিপ। এটি জল থেকে রক্ষা করার জন্য রয়েছে IP68 ওয়াটার রেসিস্টেন্স। মোবাইলে রয়েছে ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
Leave a Reply