ভারতের অন্যতম জনপ্রিয় শপিং সাইট হল আমাজন। এই সাইট থেকে প্রতিদিন প্রচুর মানুষ কেনাকাটা করেন। গ্রাহকদের আকৃষ্ট করতে সাইট কতৃপক্ষ বেশ নজর রাখেন। আর তাই মাঝেমধ্যে শপিং সাইটগুলিতে চলে নানানরকম সেল। আর সেই সেলে নানানরকম জিনিসের উপর ডিসকাউন্ট দেওয়া হয়। তেমনই আমাজনে চলছে সেল Deal Of The Day। এই সেলে প্রতিদিনই নিত্যনতুন জিনিসের উপর ডিসকাউন্ট দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করছেন সাইট কতৃপক্ষ। এবার তারা OnePlus 11 5G স্মার্টফোনের উপর নিয়ে এলো ডিসকাউন্ট।
অনেক কম দামে একেবারে নতুন একটি ৫জি স্মার্টফোন পেয়ে যাবেন গ্রাহকরা৷ তবে তার জন্য রয়েছে বিশেষ শর্ত। আমাজনে OnePlus 11 5G স্মার্টফোনটি গ্রাহকেরা কিনতে পারবেন মাত্র ২,৮৫০ টাকায়। ডিসকাউন্ট অফারে স্মার্টফোনটি অনেক কম দামে পাওয়া যাবে। স্মার্টফোনে রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি। স্মার্টফোনটির রেটিং ৫-এর মধ্যে ৪.৩। এত দামি স্মার্টফোন যেটির ফিচার্স, পারফর্মেন্স দুর্দান্ত সেটি দেওয়া হচ্ছে মাত্র ২ হাজার টাকার কিছু বেশি টাকায়।
আপনাকে নতুন স্মার্টফোনটি কিনতে গেলে একটি পুরোনো এক্সচেঞ্জ করতে হবে। তার মাধ্যমে ৫৪,১৪৯ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। কীভাবে কিনবেন তা জেনে নেওয়া যাক। ইএমআই অফারের মাধ্যমে স্মার্টফোনটি কিনতে পারেন। তার জন্য প্রতি মাসে ২,৭৩৭ টাকা কিস্তি দিতে হবে। OneCard ক্রেডিট কার্ড থাকলে তার মাধ্যমে টাকা শোধ করলে ২০০০ টাকার ডিসকাউন্ট মিলবে। Yes Bank-এর মাধ্যমে কিনলে পাবেন ৭.৫ শতাংশ ডিসকাউন্ট।
OnePlus 11 5G স্মার্টফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে যা সুপার অ্যামোলেড। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ও ৩২ মেগাপিক্সেল টেলিফটো। এছাড়া ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। অ্যান্ড্রয়েড ১৩-এ রান করে এটি। স্ন্যাপড্রাগন ৮ জেন২ প্রসেসর রয়েছে এটিতে। ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
Leave a Reply