ইলেকট্রিক কার বা বৈদ্যুতিক গাড়ির বাজার ভারতের ক্রমশই বেড়ে চলেছে। ইতিমধ্যে গতবছর এক লাখ কোটি টাকার বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে এ বছরে সংখ্যাটা আরো বেশি হবে তা তো স্বাভাবিক। আর এই চাহিদার কথা মাথায় রেখেই প্রতিদিন নানা নতুন গাড়ি নিয়ে আসছে কোম্পানিগুলি। এমনই একটি জনপ্রিয় কোম্পানি TORK MOTORS. ইতিমধ্যে তাদের ঝুলিতে রয়েছে KRATOS-R.
সম্প্রতি এদের এই জনপ্রিয় ই-বাইক আপনি ইএমআই নিয়ে নিতে পারেন মাত্র কয়েক হাজারের ডাউন পেমেন্টে। সম্প্রতি রাজস্থানের জয়পুরে নিজেদের প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন করেছে TORK MOTORS. সদ্য উদ্বোধন হওয়ার এই নতুন এক্সপেরিয়েন্স সেন্টারের মাধ্যমে এবার থেকে জয়পুর ও তার আশেপাশের অঞ্চলের উৎসাহী গ্রাহকরা বৈদ্যুতিক দুচাকার স্বাদ পেতে পারবেন। এমনকি প্রয়োজনে KRATOS-R কিনার পূর্বে একটি টেস্ট রাইডও করে নিতে পারবেন।
এই গাড়িটির রেঞ্জ ব্যাটারি ইত্যাদি- এই দু চাকার গাড়িতে রয়েছে ৯ কিলোওয়াট ইলেকট্রিক মটর যা থেকে আউটপুটের পরিমাণ ৩৮ এম এম টর্ক। সাথে রয়েছে ৪ কিলোওয়াট আওয়ারে লিথিয়াম আয়ন ব্যাটারি। কোম্পানির দাবি এটি সম্পূর্ণ চার্জে ১৮০ কিমি পর্যন্ত ছুটতে সক্ষম। ফাস্ট চার্জার এর মাধ্যমে মাত্র ১ ঘন্টা তে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায় ব্যাটারিটি। এক টপ স্পিড ১০৫ কিমি/ ঘন্টা।
দাম- KRATOS-R এর মূল্য ১.৭৭ লাখ টাকা কিন্তু অনেকের পক্ষেই এই টাকাটা একেবারে দেওয়া সম্ভব হয়ে ওঠেনা। তাই গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখেই বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে হাত মিলিয়ে ইএমআই এর অপশন রেখেছে সংস্থা। প্রতিমাসের ন্যূনতম ২৯৯৯ টাকা কিস্তি দিয়েই বাড়িতে আনতে পারেন বাইকটি।
প্রসঙ্গত এই ই বাইকটিতে পেয়ে যাবেন চার ধরনের রাইডিং মোড সাথে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, নেভিগেশন সিস্টেম, ইউএসবি চার্জিং, ডিক্সব্রেক, হাইড্রোলিক টেলিস্কোপিক ফর্ক, মনোশক অ্যাবসর্ভার ইত্যাদি।
Leave a Reply