ভারতেরবাজারে হুন্দাই-এর একাধিক গাড়ি রয়েছে। যার মধ্যে একটি হল হুন্দাই ক্রেটা। গাড়িটি ভারতের বাজারে জনপ্রিয় একটি গাড়ি৷ এটি ২০১৮ সালের একটি মডেল। এটির এক্স শোরুম মূল্য ১০.৮৭ লক্ষ টাকা থেকে ১৯.২০ লক্ষ টাকা। হুন্দাই ক্রেটা ১.৫ পেট্রল ম্যানুয়াল ই-এর বেস ভ্যারিয়েন্টের এক্স-শোরুমের দাম ১০,৮৭,০০০ টাকা।
এটিতে আরটিও-র জন্য প্রায় ১,২০,০০০ টাকা এবং বীমার জন্য প্রায় ৬০,০০০ টাকা খরচ হবে। এছাড়া আরওবেশ কিছু কাজে আরও কয়েক হাজার টাকা ব্যয় হলে এটির অন রোড দাম হবে ১২.৭২ লক্ষ টাকা। যদি এই ভ্যারিয়েন্টটি ম্যানুয়াল পেট্রল ভ্যারিয়েন্টের জন্য ২ লক্ষ টাকা ডাউন ট্যাক্সে টাকা নিলে আপনাকে প্রায় ১০.৭২ লক্ষ টাকা ঋণ নিতে হবে।
যদি ক্রিটা ফাইন্যান্স অপশনে ঋণ নেন গ্রাহক ও সুদের হার হয় ৯ শতাংশ তবে পরের ৬০ মাস ২২,০০০ টাকার বেশি ইএমআই পেতে পারেন গ্রাহক। এটি হল এসইউভিটি লোনে কেউ কিনলে ৫ বছর ধরে গাড়িটির প্রতি মাসে ইএমআই-এর হিসেব।
গাড়িটির ম্যানুয়াল ভ্যারিয়েন্টের জন্য ২.৬ লক্ষ টাকা খরচ হবে। তাই কোনো গ্রাহক যদি হুন্দাই ক্রেটা কেনার কথা ভেবে থাকেন তবে তিনি প্রথমে হুন্দাই মোটর ইন্ডিয়া ডিলারশিপে যেতে পারেন ও আর্থিক বিবরণ পরীক্ষা করে নিতে পারেন।
Leave a Reply