1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
মাত্র ৩,২০০ টাকা দিলেই হাতে পাবেন Moto G14 স্মার্টফোন, থাকবে কম দামে ফাটাফাটি ফিচারস | Newshost24 Safar - Newshost24

September 27, 2023, 5:19 am

মাত্র ৩,২০০ টাকা দিলেই হাতে পাবেন Moto G14 স্মার্টফোন, থাকবে কম দামে ফাটাফাটি ফিচারস | Newshost24 Safar

মাত্র ৩,২০০ টাকা দিলেই হাতে পাবেন Moto G14 স্মার্টফোন, থাকবে কম দামে ফাটাফাটি ফিচারস | Newshost24 Safar

মাত্র ৩,২০০ টাকা দিলেই হাতে পাবেন Moto G14 স্মার্টফোন, থাকবে কম দামে ফাটাফাটি ফিচারস | Sangbad Safar
মাত্র ৩,২০০ টাকা দিলেই হাতে পাবেন Moto G14 স্মার্টফোন, থাকবে

সম্প্রতি ‘Motorola’ তাদের বাজেট মূল্যের স্মার্টফোন ‘Moto G14’ লঞ্চ করেছে। যেটি এখন ‘ফ্লিপকার্ট’এ কেনার জন্য উপলব্ধ হয়েছে। খুবই কম দামে এই ফোনে দুর্দান্ত ফিচার পেয়ে যাবেন গ্রাহকেরা। এছাড়াও প্রি-বুকিং করলে তাতে রয়েছে আকর্ষণীয় অফার।

এই ফোনটির ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের দাম ৯,৯৯৯ টাকা। তবে যাদের কাছে আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড রয়েছে তারা এই দামের উপর ৭৫০ টাকা ডিসকাউন্ট পাবেন। এখানেই শেষ নয় যারা আগে থেকেই ফোনটি অর্ডার করবেন তাতে পেয়ে যাবেন ৩,২০০ টাকার ‘স্ক্রীন ড্যামেজ প্রোটেকশন’।

ফিচার্স:

এতে রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। যা ৬০ হার্টজ রিফ্রেশরেট সাপোর্ট করে। প্রসেসর হিসেবে পেয়ে যাবেন Octacore Unisoc T616 প্রসেসর। ক্যামেরা দেখতে গেলে এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।

এছাড়া সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপ দেখতে গেলে রয়েছে ২০ ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত ৫০০০ mAh ব্যাটারী। যদি অন্যান্য ফিচার দেখা যায় তাহলে রয়েছে ডুয়াল ওয়াইফাই, জিপিএস, USB-C ইত্যাদি।


#মতর #৩২০০ #টক #দলই #হত #পবন #Moto #G14 #সমরটফন #থকব #কম #দম #ফটফট #ফচরস #Newshost24 #Safar

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews