এবার ভীষণই কমদামে আপনি কিনে ফেলতে পারবেন অতি জনপ্রিয় কমিউটার বাইক ‘বাজাজ প্ল্যাটিনা’। পকেটসুলভ মূল্যে বেশি মাইলেজওয়ালা এই বাইকের জনপ্রিয়তা ইতিমধ্যেই চোখে পড়ার মতোন। প্রত্যেক লিটারে এই বাইকটি ৭০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। যার প্রারম্ভিক মূল্য ৬৫,৯৪৮ টাকা। তবে আজ আমরা এমন কিছু অফার নিয়ে এসেছি, যেখানে খুবই কমদামে এই বাইক আপনি কিনতে পারবেন। আসলে এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে পুরনো টু-হুইলার বিক্রি হয়। সেরকমই এই বাইকের বেশ কয়েকটি মডেল বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে ‘DROOM’ ওয়েবসাইটে।
২০২১ সালের একটি মডেল রয়েছে যেটি মাত্র ৯,২২৫ কিলোমিটার পথ চলেছে। এই বাইকটির দাম পড়বে ৬২,০০০ টাকা।
২০১৯ সালের একটি মডেল ১৮,৪১১ কিলোমিটার পর্যন্ত চলেছে। যেটির দাম ৪৭,২৮০ টাকা।
২০১৭ সালের একটি মডেল যেটি ১৬,৫০৫ কিলোমিটার পর্যন্ত পথ চলেছে। এটির দাম ৩৯,৫০০ টাকা।
২০১৬ সালের একটি মডেল যেটি ২৩,৯৭৫ কিলোমিটার পর্যন্ত চলেছে। এটির দাম ৩৭,০০০ টাকা।
২০১৬ সালের আরও একটি মডেল ২১,৭১০ কিলোমিটার পর্যন্ত চলেছে। এই বাইকের দাম পড়বে ৩৪,৪৭৫ টাকা।
Leave a Reply