এবার মাত্র ৩,৫০০ টাকা খরচ করে আপনি কিনে ফেলতে পারবেন দুর্দান্ত একটি ৫জি স্মার্টফোন! কারণ, এমনই সুযোগ নিয়ে এসেছে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ‘Amazon’। আমরা সকলেই জানি যে বিভিন্ন সময় বিভিন্ন ই-কমার্স সাইটে দুর্দান্ত অফার দেওয়া হয় স্মার্টফোনের উপর।
আর আপনি যদি এখন কোনো স্মার্টফোন কেনার কথা চিন্তা-ভাবনা করে থাকেন তাহলে এই অফারটি আপনার জন্য বেশ লাভজনক হতে পারে। এই ফোনটির নাম ‘Vivo Y100’।বর্তমানে এই ফোনটির ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। তবে আপনি ফোনটি ভীষণই কমদামে কিনতে পারবেন। কারণ, অ্যামাজনে ফোনটি ২৩,৯৯৯ টাকায় বিক্রির জন্য উপলব্ধ করা হয়েছে।
এছাড়া আপনি নির্দিষ্ট কিছু ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করলে ১,৫০০ টাকার ছাড় পেয়ে যাবেন। এখানেই শেষ নয় আপনি এক্সচেঞ্জ অফারের মাধ্যমে এই ফোনে আরো ২০,৫০০ ছাড় পেতে পারেন। সবমিলিয়ে ফোনটি কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে ৩,৫০০ টাকা। তবে যে ফোনের সাথে এক্সচেঞ্জ করবেন তার মান যেন অবশ্যই ভালো থাকে।
Vivo Y100-এর স্পেসিফিকেশন:
এই ফোনে রয়েছে ৬ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর। ফোনটি চালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা। এছাড়া ক্যামেরা দেখতে গেলে তাতে পাবেন ৬৪ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। যদি আমরা পাওয়ার ব্যাকআপ দেখি তাহলে রয়েছে ফাস্ট চার্জিংযুক্ত ৫০০০ mAh ব্যাটারী।
Leave a Reply