খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে ‘Apple’এর পরবর্তী স্মার্টফোন ‘Apple iPhone 15’। তবে তার আগে তাদের বিদ্যমান একটি স্মার্টফোনের ওপর দুর্দান্ত অফার দেওয়া হলো ফ্লিপকার্টে। আসলে আমরা সকলেই জানি যে যখনই এই সংস্থা নতুন কোনো স্মার্টফোন লঞ্চ করে, তখন তার বিদ্যমান ফোনের দাম কমায়। সেরকমই এবার ‘Apple iPhone 14’ ফোনটিকে ভীষণই কমদামে বিক্রির জন্য উপলব্ধ করা হয়েছে।
এটির মূলত তিনটি ভ্যারিয়েন্ট বাজারে রয়েছে। যেগুলির দাম শুরু হচ্ছে ৭৯,৯০০ টাকা থেকে। তবে এই ফোনগুলি আপনি এখন পেয়ে যাবেন মাত্র ৩,৯৯৯ টাকায়! কী অবাক হচ্ছেন তো? ভাবছেন এতো দামের ফোন কীভাবে সস্তায় উপলব্ধ হলো? আসলে এই ফোনের ওপর প্রথমে ১১,৯০১ টাকা ডিসকাউন্টের পর দাম হচ্ছে ৬৭,৯৯৯ টাকা।
কিন্তু আপনি যদি ‘এইচডিএফসি’ ব্যাংকের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন তাহলে ৪,০০০ টাকা ছাড় পেয়ে যাবেন। ফলে এর দাম দাঁড়াচ্ছে ৬৩,৯৯৯ টাকা। এরপরেও একটি অফার রয়েছে। যেটি হলো ফ্লিপকার্টের এক্সচেঞ্জ অফার। আপনি যদি আপনার পুরনো ফোনের সাথে ফোনটি এক্সচেঞ্জ করেন তাহলে ৬০,০০০ টাকার ছাড় পেয়ে যাবেন। ফলে সবমিলিয়ে এই ফোনের দাম দাঁড়াচ্ছে ৩,৯৯৯ টাকা।
ফিচার: যদি আমরা এই ফোনের কিছু গুরুত্বপূর্ণ ফিচার দেখি তাহলে এতে রয়েছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সপিআর ডিসপ্লে। পাবেন ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। প্রসেসর দেখতে গেলে সেটিতে ‘iPhone 13’ ফোনের মতোই প্রসেসর দেওয়া হয়েছে।
Leave a Reply