এবার মাত্র ৫৫০ টাকা দিয়ে আপনি কিনে ফেলতে পারেন ‘ভিভো’ সংস্থার জনপ্রিয় একটি স্মার্টফোন! আসলে আমরা সকলেই জানি যে কমদামে ভালো স্মার্টফোন কেনার জন্য গ্রাহকেরা মুখিয়ে থাকেন। তাইতো বিভিন্ন ই-কমার্স সাইটে অফার দিলে তারপর ফোন কেনার চিন্তাভাবনা করেন সকলে। আজ আমরা সেরকমই একটি দুর্দান্ত অফার নিয়ে এসেছি আপনাদের জন্য।
যেখানে খুবই কমদামে আপনি ‘Vivo Y02’ স্মার্টফোনটি কিনতে পারবেন। এই ফোনের ৩ জিবি+৩২ জিবি স্টোরেজ অপশনের দাম ১২,৯৯৯ টাকা। তবে ‘ফ্লিপকার্ট’এ এতে ৩৪ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এই ফোনের দাম হয় ৮,৪৯৯ টাকা।
এছাড়া আপনি যদি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে ফোনটি কেনেন তাহলে আরো ১,২৫০ টাকা ছাড় পেয়ে যাবেন। শুধু তাই নয় আপনার কাছে যদি কোনো পুরনো স্মার্টফোন থাকে তাহলে সেটি আপনি এক্সচেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে আপনি আরও ৭,৯৫০ টাকা ছাড় পাবেন। তাহলে সবশেষে এই ফোনটি মাত্র ৫৪৯ টাকায় কিনতে পারবেন।
তবে এক্ষেত্রে মনে রাখতে হবে পুরনো ফোনটির মান ভালো থাকতে হবে। ফিচার্স দেখতে গেলে এতে রয়েছে ৬.৫১ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও পি২২ প্রসেসর। থাকছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। একইসাথে রয়েছে ৫০০০ mAh ব্যাটারী।
Leave a Reply