মাত্র ৫৯৯ টাকাতেই কিনে ফেলতে পারবেন ‘Samsung Galaxy F13’! এমনই সুযোগ নিয়ে এসেছে ‘ফ্লিপকার্ট’ ই-কমার্স সাইট। আসলে সেখানে শুরু হয়েছে ‘বিগ সেভিংস ডে’ সেল। যেখানে মূলত বিভিন্ন স্মার্টফোনের ওপর দুর্দান্ত অফার দেওয়া হয়েছে। সেরকমই আপনি এই ফোনটি মাত্র ৫৯৯ টাকা দিয়েই কিনে ফেলতে পারেন।
কীভাবে? আসুন জেনে নেওয়া যাক। বর্তমানে এই ফোনটির ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। তবে সেটি ৫,৪০০ টাকা ডিসকাউন্ট দিয়ে ৯,৫৯৯ টাকায় উপলব্ধ হয়েছে। এছাড়াও বিভিন্ন ব্যাংক অফার প্রয়োগ করে ৫-১০% ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন।
শুধু তাই নয় আপনি এক্সচেঞ্জ অফারও পেয়ে যাবেন। চাইলে পুরনো ফোনের পরিবর্তে আপনি এই ফোনটি নিতে পারেন। সেক্ষেত্রে ৯,০৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার রয়েছে। তবে মনে রাখতে হবে যে ফোনটি আপনি পরিবর্তন করবেন তার অবস্থা যেন অবশ্যই ভালো থাকে। সব অফার প্রয়োগ করলে ফোনটি মাত্র ৫৯৯ টাকাতেই পাওয়া যাবে।
ফিচার্স: এতে রয়েছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে Exynos 850 SoC। ফোনটি চালিত হয় অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা। এছাড়াও পাবেন ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত ৬০০০ mAh ব্যাটারী।
Leave a Reply