খুব শীঘ্রই বুকিং উইন্ডো বন্ধ হতে চলেছে, তাই আর দেরী না করে এক্ষুনি বুক করে ফেলুন ‘Harley-Davidson X440’। আমরা সকলেই জানি যে ‘হিরো মোটোকর্প’এর সাথে জুটি বেঁধে এই বাইকটি বাজারে এনেছে ‘হারলে-ডেভিডসন’। যার প্রারম্ভিক মূল্য রাখা হয়েছিল ২.২৯ লক্ষ টাকা। চলতি মাস থেকে এই বাইকের বুকিং শুরু করেছিল সংস্থা।
আর এবার জানা যাচ্ছে ভারতে খুব শীঘ্রই বুকিং উইন্ডো বন্ধ করে দেবে তারা। আগামী ৩রা আগস্ট পর্যন্তই বুক করতে পারবেন এই বাইকটি। সাধারণ মানুষের কথা মাথায় রেখে ৫ হাজার টাকা বুকিং মূল্য রেখেছিল এই সংস্থা। যেটি মূলত তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ রয়েছে। যথা- ভিভিড, ডেনিম এবং এস।
এই বিষয়ে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যারা আগে থেকে বুক করেছেন তাদের জন্য ১লা সেপ্টেম্বর থেকে টেস্ট রাইড শুরু হবে। যদিও কবে থেকে এই বাইক হাতে পাবেন গ্রাহকেরা সে বিষয়ে কিছু জানা যায়নি। উল্লেখযোগ্য, এই বাইকটি ডিজাইন করেছে মার্কিন সংস্থা ‘হারলে ডেভিডসন’ এবং তার উৎপাদন আর সংযোজনের দায়িত্বে ছিলো ভারতীয় সংস্থা ‘হিরো-মোটোকর্প’।
যদি আমরা স্পেসিফিকেশন দেখি তাহলে এতে রয়েছে ৪৪০ সিসি ইঞ্জিন। এছাড়া দুই চাকাতেই ডিস্ক ব্রেক, এলইডি হেডলাইট, ইউএসবি চার্জিং পোর্ট, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ইত্যাদি। উল্লেখযোগ্য বিষয় হলো এই বাইকটি সংশ্লিষ্ট মার্কিন সংস্থার সবথেকে কমদামী বাইক।
Leave a Reply