মারুতি সুজুকির জনপ্রিয়তা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। ভারতের গাড়ির দুনিয়ায় এই সংস্থা নিজেদের খুবই উৎকৃষ্ট মানে নিয়ে গিয়েছে। একের পর এক দুর্দান্ত ফিচার্সের গাড়ি বাজারে এনে তারা রীতিমতো সকলকে চমকে দিয়েছে। এই সংস্থার একটি গাড়ি যাতে রয়েছে যেমন দুর্দান্ত পারফর্মেন্স তেমনি মাইলেজ। আর এই গাড়িটি বেশ দামি। এই মডেলটির নাম Alto 800।
মারুতি সুজুকির এই গাড়িটিতে রয়েছে দুর্দান্ত মাইলেজ ও অসাধারণ পারফর্মেন্সের সংমিশ্রণ। এটি চালনা করা বেশ সহজ। অনেক দূর যাতায়াতের জন্য এই গাড়ি প্রথম পছন্দ। এটি গাড়ির দুনিয়ায় সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ির খেতাব জিতে নিয়েছে। তবে গাড়িটি যেমন দুর্দান্ত পারফর্মেন্স দিতে সক্ষম তেমনি এটির দামও বেশ অনেকটাই। গাড়িটি কিনতে গেলে আপনাকে ৫.১৪ লক্ষ টাকা খরচ করতে হবে।
তবে এত দাম দিয়ে গাড়ি কিনতে না পারলে তার জন্য রয়েছে আরেক সুবিধা। এমন অনেক ওয়েব সাইট রয়েছে যেখানে পুরোনো গাড়ি বিক্রি হয়। সেগুলি বেশ ভালো অবস্থায় থাকে তাই অনেকেই কিনতে আগ্রহী হন৷ তেমনি একটি ওয়েব সাইট OLX-এ গাড়িটি বিক্রি হতে দেখা গিয়েছে। ২০০৯-এর মডেল বিক্রি হতে দেখা গিয়েছে।
৫ লক্ষ টাকারও বেশি দামী গাড়িটি মাত্র ৬৫,০০০ টাকায় কিনে নিতে পারবেন গ্রাহেকেরা। তবে এটি কেনার জন্য কোনোরকম ইএমআই সুবিধা পাবেন না। একসঙ্গে গাড়ির দাম নিয়ে হাজির হতে হবে গাড়ি কিনতে। তাই এত দুর্দান্ত একটি গাড়ি এত কম দামে কেনার সুযোগ হাতছাড়া করবেন না।
Leave a Reply