মাত্র ৮,০০০ টাকা দিয়ে আপনি কিনে ফেলতে পারেন দুর্দান্ত একটি ইলেকট্রিক স্কুটার। এমনই সুযোগ করে দিয়েছে ‘হিরো মোটোকর্প’। আমরা সকলেই জানি যে বর্তমান সময়ে ইলেকট্রিক যানবাহনের রমরমা কতখানি বেড়ে গিয়েছে। বিভিন্ন সংস্থা বিভিন্ন ইলেকট্রিক যানবাহন এনে চমকে দিয়েছে গ্রাহকদের। সেই তালিকাতেই রয়েছে ‘হিরো মোটোকর্প’।
আজ আমরা সেরকমই একটি স্কুটার সম্পর্কে আলোচনা করবো এই প্রতিবেদনে। যার নাম হলো ‘Hero Electric Optima’। ভিন্টেজ লুকযুক্ত এই স্কুটারে ব্যবহার করা হয়েছে ৫৫০ ওয়াট BLDC সহ একটি বৈদ্যুতিক মোটর। যা ১.২ কিলোওয়াট শক্তি উৎপন্ন করে। এছাড়া এতে রয়েছে ৫১.২ V এবং ৩০ AH লিথিয়াম আয়ন ব্যাটারীপ্যাক। সম্পূর্ণ চার্জ হতে যেটি সময় নেয় ৪-৫ ঘন্টা।
সম্পূর্ণ চার্জে এটি ১৪৫ কিলোমিটার পথ চলতে সক্ষম। যেখানে সর্বোচ্চ গতিবেগ থাকে ৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা। অন্যান্য ফিচার্স দেখতে গেলে এতে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অ্যান্টি থেফট অ্যালার্ম, ইউএসবি চার্জিং পোর্ট, এলইডি হেডলাইট ইত্যাদি। এক কথায় বলতে গেলে ইলেকট্রিক স্কুটারে যে ধরনের অত্যাধুনিক ফিচার্স থাকে তার সবই রয়েছে এই স্কুটারে।
দাম: সিএক্স একক ব্যাটারীযুক্ত এই স্কুটারের দাম ৬৭,১৯০ টাকা। এছাড়া সিএক্স দ্বৈত ব্যাটারীযুক্ত ভ্যারিয়েন্টের দাম ৮৫,১৯০ টাকা। তবে আপনি চাইলে মাত্র ৮,০০০ টাকা দিয়ে এই স্কুটার আনতে পারেন। কীভাবে? আসলে ৮,০০০ টাকা ডাউনপেমেন্ট দিয়ে বাকি টাকা আপনাকে কিস্তির মাধ্যমে শোধ করতে হবে। বর্তমানে নীল, সাদা, ধূসর ও লাল রঙে উপলব্ধ রয়েছে এই স্কুটারটি।
Leave a Reply