ভারতের অন্যতম জনপ্রিয় গাড়ি তৈরির সংস্থা হল বাজাজ। সংস্থার তরফে একের পর এক দুর্দান্ত টু হুইলার গাড়ি লঞ্চ করা হয়েছে। আর সেগুলি মানুষের মন জয় করে নিয়েছে বারংবার। তেমনি আজকের প্রতিবেদনে রইল বাজাজের এমনই একটি মোটর সাইকেলের সন্ধান যেটি ১১০ সিসি এবিএস ফিচার্সযুক্ত একটি মোটর সাইকেল। এই মোটর সাইকেলটির নাম Bajaj Platina 110 ABS। এতে যেমন রয়েছে একাধিক ফিচার্স তেমনি দুর্দান্ত মাইলেজ।
জেনে নেওয়া যাক কি কি ফিচার্স রয়েছে এই বািকের সুবিধার জন্য। এতে রয়েছে একটি ১১০ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ ৮.৬০ পিএস শক্তি ও ৯.৮১ এনএম টর্ক উৎপন্ন করে। এর সঙ্গে রয়েছে ৫ স্পীড গিয়ারবক্স। এর ফলে গাড়িটি প্রতি লিটারে ৭০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম। এছাড়া বাইকের ও আরোহীর নিরাপত্তার জন্য রয়েছে সামনের চাকায় ডিস্ক ব্রেক ও পিছনের চাকায় ড্রাম ব্রেক।
এছাড়া সামনের চাকায় রয়েছে হাইড্রলিক সাসপেনশন এবং রিয়ার হুইল স্ট্রোক সাসপেনশন। এত দুর্দান্ত ফিচার্সযুক্ত গাড়িটির এক্স শোরুম মূল্য ৭৯,৮২১ টাকা। অন-রোড এটির দাম হতে পারে ৯৫,১৭৪ টাকা। নগদ টাকায় বাইকটি কিনতে চাইলে দাম পড়বে ৯৫,০০০ টাকা। তবে এত টাকা একবারে দেওয়ার ক্ষমতা না থাকলে আপনি মাত্র ৮,০০০ টাকার মাধ্যমে বাড়ি আনতে পারেন।
এর পাশাপাশি চলবে মাসিক কিস্তি যার মাধ্যমে আপনাকে বাকি টাকা পরিশোধ করতে হবে। বাইকটি ইএমআই-তে কিনলে ৯.৭ শতাংশ সুদের হারে টাকা জমা করতে হবে। ৮,০০০ টাকা ডাউন পেমেন্ট করে গাড়িটি বাড়ি আনার পর প্রতি মাসে ৯.৭ শতাংশ সুদের হারে ২,৪৬৮ টাকা জমা করতে হবে ৩৬ মাস। এরপর গাড়িটি সম্পূর্ণ আপনার হয়ে যাবে। তাই দুর্দান্ত ইএমআই প্ল্যানের মাধ্যমে বাইকটি বাড়িতে নিয়ে আসুন চটজলদি।
Leave a Reply