এবার মাত্র ৯,০০০ টাকা দিয়েই আপনি বাড়ি নিয়ে আসতে পারেন ‘Hero Splendor Plus’। যার দ্বারা এটাই স্পষ্ট হয় যে স্মার্টফোনের থেকে কমদামে আপনি একটি বাইক কিনে ফেলতে পারেন। কি ভাবছেন তো কীভাবে এটি সম্ভব? সেই বিষয়েই আজ এই প্রতিবেদনে আলোচনা করবো।
আপনি খুবই কমদামে এই বাইক কিনতে পারবেন কারণ এটি ‘ওএলএক্স’ এবং ‘ফেসবুক মার্কেটপ্লেস’এর মতোন জায়গায় উপলব্ধ রয়েছে বিক্রির জন্য। এসব প্ল্যাটফর্মে মূলত পুরনো জিনিস বিক্রি করা হয়। সেখানেই এই বাইকের দাম রয়েছে ৭৩,৩৯৬ টাকা। তবে এটি আপনি ফাইনান্সেও কিনতে পারবেন।
সেক্ষেত্রে আপনাকে প্রথমে ৯,০০০ টাকা ডাউনপেমেন্ট দিতে হবে এবং বাকি টাকা আপনি ৩ বছরের জন্য প্রত্যেক মাসে ২,৪৪৫ টাকা কিস্তি দিয়ে শোধ করতে পারেন। এক্ষেত্রে আপনাকে ৯.৭ শতাংশ হারে সুদ দিতে হবে। ফিচার্স দেখতে গেলে এতে রয়েছে ৯৭.২ সিসি এয়ার কুল্ড ইঞ্জিন।
যা ৮.০২ Ps পাওয়ার ও ৮.০৫ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই বাইক মাইলেজ দেয় ৮০.৬ কিলোমিটার প্রতি লিটার। এছাড়াও এতে রয়েছে ৪ স্পীড গিয়ারবক্স সাথে অন্যান্য সুবিধা। উল্লেখযোগ্য, এই বাইক নতুন কিনতে গেলে খরচ হবে ৮৮,৪৭৯ টাকা।
Leave a Reply