1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
মাত্র 8,999 টাকায় কিনুন Motorola-র এই দুর্ধর্ষ স্মার্টফোন, পাবেন 8GB ব়্যামের সঙ্গে শক্তিশালী ক্যামেরা | Newshost24 Safar - Newshost24

September 27, 2023, 4:41 am

মাত্র 8,999 টাকায় কিনুন Motorola-র এই দুর্ধর্ষ স্মার্টফোন, পাবেন 8GB ব়্যামের সঙ্গে শক্তিশালী ক্যামেরা | Newshost24 Safar

মাত্র 8,999 টাকায় কিনুন Motorola-র এই দুর্ধর্ষ স্মার্টফোন, পাবেন 8GB ব়্যামের সঙ্গে শক্তিশালী ক্যামেরা | Newshost24 Safar

মাত্র 8,999 টাকায় কিনুন Motorola-র এই দুর্ধর্ষ স্মার্টফোন, পাবেন 8GB ব়্যামের সঙ্গে শক্তিশালী ক্যামেরা | Sangbad Safar
মাত্র 8,999 টাকায় কিনুন Motorola র এই দুর্ধর্ষ স্মার্টফোন, পাবেন 8GB

এবার ভীষণই কমদামে ‘AI’ ক্যামেরাযুক্ত স্মার্টফোন নিয়ে এলো জনপ্রিয় স্মার্টফোন নির্মাণকারী সংস্থা ‘Motorola’, যার নাম ‘Moto E13’। বেশ কিছু সময় ধরে ফোনটি নিয়ে চর্চা চলছিল। এবার জানা গেল আগামী ১৬ই আগস্ট থেকে ফোনটি অফলাইন স্টোর, ফ্লিপকার্ট বা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। ফোনটি সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। যেখানে রঙের অপশন পাবেন অরোরা গ্রীন, ক্রিমি হোয়াইট এবং কসমিক ব্ল্যাক।

দাম: ২ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ- ৬,৯৯৯ টাকা।৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ- ৭,৯৯৯ টাকা। ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ- ৮,৮৯৯ টাকা।

ফিচার: এতে রয়েছে ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। প্রসেসর হিসেবে পাবেন UNISOC T606 অক্টাকোর প্রসেসর। ফোনটি চালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম দ্বারা। আর এই ফোনের সবথেকে বড়ো চমক হলো ফোনের ক্যামেরা।

কারণ এতে ১৩ মেগাপিক্সেল AI চালিত ক্যামেরা রয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপ দেখতে গেলে সেখানে ৫০০০ mAh ব্যাটারী দেওয়া হয়েছে। অন্যান্য ফিচার যদি দেখি তাহলে ওয়াইফাই, ব্লুটুথ কানেকশন এবং ইউএসবি টাইপ সি পোর্ট পাবেন গ্রাহকেরা।


#মতর #টকয় #কনন #Motorolaর #এই #দরধরষ #সমরটফন #পবন #8GB #বযমর #সঙগ #শকতশল #কযমর #Newshost24 #Safar

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews