1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
মায়ের সাথে সুর মিলিয়ে অসাধারণ হিন্দি গান খুদে কন্যার, নেটদুনিয়ায় প্রশংসার ঝড় - Newshost24

September 27, 2023, 6:21 am

মায়ের সাথে সুর মিলিয়ে অসাধারণ হিন্দি গান খুদে কন্যার, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

মায়ের সাথে সুর মিলিয়ে অসাধারণ হিন্দি গান খুদে কন্যার, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

মায়ের সাথে সুর মিলিয়ে অসাধারণ হিন্দি গান খুদে কন্যার, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়
মায়ের সাথে সুর মিলিয়ে অসাধারণ হিন্দি গান খুদে কন্যার, নেটদুনিয়ায়

সালটা 2019 এক দুইবছর খুদের গানে মেরেছিল নেটদুনিয়া। প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও ভাইরাল হয়েই চলেছে কিন্তু 2021 সেই খুঁদের ক্রেজ কিন্তু কমেনি। বরং দর্শকদের মনে তার গান শোনার জন্য চাহিদা বেড়েছে। এতক্ষণে নিশ্চয় বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে হ্যা সেই ছোট্ট প্রজ্ঞা।

প্রথমবার সে ভাইরাল হয়েছিল মায়ের কোলে বসে মায়ের সাথে গান করে। ওইটুকু বয়সে তার সুর লয় আর নির্ভুল শব্দোচ্চারন মুগ্ধ করেছিল সবাইকেই। এখন একটু একটু করে বড়ো হচ্ছে সে নিজের একক গানও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে আর আগের থেকে আরো বেশী স্পষ্ট হয়েছে তার উচ্চারণ, প্রশিক্ষণের ফলে গানের গলাও আরো সুন্দর হয়ে উঠেছে।

কিন্তু এই কয়েকদিন যেন মা মেয়ের জুটি মিস করছিলেন দর্শকগন। মায়ের সাথে মেয়ের গানের মেলবন্ধন তাদের দুষ্টু মিষ্টি মুহুর্ত সবটাই মিস করছিলেন। আর এবার দর্শকদের চমক দিয়ে আবার দুইজন মিলে পারফর্ম করলো।

সম্প্রতি ইউটিউবে তাদের একটি ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে দেখা যাচ্ছে দে দে পেয়ার দে সিনেমার রোয়ী য়ায়ে গান টি গাইছেন তারা। তাদের গলায় যেন ঝড় তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। মা মেয়ে দুজনেই সঙ্গীতশিল্পী দুজনের ডুয়েট পারফরম্যান্স যে মুগ্ধ করবে এটাই স্বাভাবিক। খালি কন্ঠে কোনো বাদ্যযন্ত্র ছাড়া তাদের গান অবাক করে দিয়েছে সকলকে। ছোট্ট প্রজ্ঞা যেন এভাবেই এগিয়ে যেতে পারে এমন আশায় করেছেন সকলে।


#ময়র #সথ #সর #মলয় #অসধরণ #হনদ #গন #খদ #কনযর #নটদনয়য় #পরশসর #ঝড়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews