গাড়ির দুনিয়ায় হন্ডা সংস্থা বেশ জনপ্রিয়। একের পর এক সেগমেন্টে গাড়ি লঞ্চ করে তারা চমকে দিচ্ছে সকলকে। এবার এই সংস্থা লঞ্চ করল একটি SUV গাড়ি যার নাম Honda Elevate। গাড়িটি একটি চার চাকা গাড়ি৷ গাড়িটি সম্পর্কে বিস্তারিত এর আগেই প্রকাশ পেলেও এবার গাড়ির দাম প্রকাশ্যে এলো। চলতি বছরের জুলাই মাসে গাড়িটির বুকিং শুরু হয়েছে। গাড়িটির বুকিং করতে লাগবে ৫,০০০ টাকা। তবে গাড়িটির দাম কত তা জেনে নেওয়া যাক।
হন্ডা সংস্থার নতুন SUV গাড়িটির দাম ১১ লক্ষ টাকা। যদিও এটি বেস ভ্যারিয়েন্টের দাম। এই সিরিজের টপ মডেলটির দাম ১৬ লক্ষ টাকা। তবে কি কি সুবিধা রয়েছে গাড়িতে তা জেনে নেওয়া যাক। গাড়িতে রয়েছে ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রীন, ৭ ইঞ্চি হাই ডেফিনেশন কালার টিএফটি ড্রাইভার ডিসপ্লে, ভেন্টিলেটেড সিট, প্যানারমিক সানরুফ, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল সহ আরও একাধিক সুবিধা।
যাত্রী নিরাপত্তার জন্য রয়েছে ৬টি এয়ার ব্যাগ, ISOFIX চাইল্ড সাপোর্ট, রিয়ার পার্কিং ক্যামেরা সহ একাধিক সুবিধা। তবে গাড়িটির ক্র্যাশ টেস্ট না হওয়ার কারণেএটির রেটিং এখন বলা সম্ভব নয়। গাড়িতে রয়েছে ১.৫ লিটার DOHC i-VTEC পেট্রল ইঞ্জিন। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ১১৯ হর্স পাওয়ার শক্তি ও ১৪৫.১ এনএম টর্ক উৎপন্ন করে।
এর সঙ্গে রয়েছে ৬ স্পীড গিয়ারবক্স। দুর্দান্ত এই SUV গাড়িটির মাইলেজ কিছুটা কম। তবে গাড়ির বাকি সুবিধাগুলি চোখে পড়ার মতন। প্রতি লিটার তেলে গাড়িটি ১৫.৩১ কিলোমিটার ও সিভিটি ভার্সনে প্রতি লিটারে ১৬.৯২ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। গাড়িতে রয়েছে এলইডি টেল লাইট, এলইডি ডিআরএল, ১৭ ইঞ্চি অ্যালয় হুইল।
Leave a Reply