আপনি যদি এই মূহুর্তে OnePlus স্মার্টফোন কেনার কথা ভাবেন তবে এটি আপনার জন্য সুবর্ণ সুযোগ। কারণ ই-কমার্স সাইট ফ্লিপকার্টে ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন। OnePlus 10R 5G স্মার্টফোনটির আসল দাম ৩৮,৯৯৯ টাকা। এটি আপনি ৯,১১১ টাকা ডিসকাউন্টের পর ২৮,৮৮৮ টাকায় নিজের করে নিতে পারবেন। এটি হল ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি যুক্ত একটি দুর্দান্ত স্মার্টফোন।
এর পাশাপাশি আপনি ব্যাঙ্ক অফারের মাধ্যমে স্মার্টফোনটি আরও কম দামে পেয়ে যাবেন। আরও ১,৫০০ টাকা ডিসকাউন্ট মিলবে নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে। এর ফলে আপনি মোট ডিসকাউন্ট পাবেন ১০,৬১১ টাকা। আপনি একবারে স্মার্টফোনের টাকা পরিশোধ করতে না পারলে ইএমআই-এর মাধ্যমে ১০২২ টাকা করে প্রতি মাসে পরিশোধ করতে পারেন।
তবে এবার জেনে নেওয়া যাক OnePlus-এর স্মার্টফোনে কি কি ফিচার্স ও স্পেসিফিকেশন রয়েছে। প্রথমেই বলা ভালো এই স্মার্টফোনে রয়েছে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল মেমোরি। মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ম্যাক্স চিপসেট থাকবে। আকর্ষণীয় ডিসপ্লে রয়েছে যা ৬.৭ ইঞ্চি লম্বা। এটি সম্পূর্ণ এলইডি ও অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লে-এর রেজোল্যুশন ১০৮০×২৪১২ পিক্সেল।
ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য এটিতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন। স্মার্টফোনটি ফটোগ্রাফির জন্য একটি অনন্য অভিজ্ঞতা দেবে। এতে রয়েছে রিয়াল প্যানেল ট্রিপল ক্যামেরা এবং সঙ্গে এলইডি ফ্ল্যাশ৷ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা৷ এর পাশাপাশি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
ব্যাটারির কথা বলতে গেলে এতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি যাতে ৮০ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২-এ রান করে। ডিভাইসটিতে ব্লুটুথ কানেক্টিভিটি, জিপিএস, ওয়াইফাই সাপোর্ট করে। এটি দু’টি রঙে উপলব্ধ, আর তা হল ফরেস্ট গ্রীন ও সিএরা ব্ল্যাক। একাধিক ফিচার্স নিয়ে হাজির হওয়া স্মার্টফোনটি এত কম দামে আর পাবেন না। তাই এই সুযোগে কিনে ফেলুন এটি।
Leave a Reply