TVS-এর একটি নতুন স্কুটার এবার লঞ্চ হল ভারতের বাজারে। বর্তমানে পেট্রোল ও ডিজেলের এত দামের জন্য মানুষ বৈদ্যুতিক স্কুটারের প্রতি নজর দিয়েছে। সংস্থাগুলিও একাধিক ফিচার্সযুক্ত স্কুটার হাজির করছে গ্রাহকদের সামনে। তেমনই আজকের প্রতিবেদনের স্কুটারটিও একটি বৈদ্যুতিক স্কুটার। এটির নাম হল TVS XL। স্কুটারটির শোরুম মূল্য ৪৬,৬৭১ টাকা।
তবে অনেকের কাছেই এত টাকা একসঙ্গে থাকে না। তারা ডাউন পেমেন্টের মাধ্যমে স্কুটারটি নিজের করে নিতে পারেন। ৬০০০ টাকা ডাউন পেমেন্ট করে এটিকে ইএমআই-এর মাধ্যমে কিনে বাড়িতে আনতে পারেন। এরপর প্রতি মাসে ১৫৭৪ টাকা দিতে টাকা পরিশোধ করলেই স্কুটারটি তিন বছর পর গ্রাহক নিজের করে নিতে পারবেন পুরোপুরি। ৯.৭ শতাংশ সুদে প্রতি মাসে দিতে হবে ১৫৭৪ টাকা।
ইএমআই সুবিধার মতন রয়েছে একাধিক সেফটি ফিচার্স। নিরাপত্তার জন্য এর দুই চাকায় রয়েছে ড্রাম ব্রেক। এটি ছয়টি ভ্যারিয়েন্টে উপলব্ধ রয়েছে এবং ১৫টি রঙে বাছাই করে নিতে পারবেন গ্রাহকেরা। গাড়িটির ওজন মাত্র ৮৯ কেজি যার ফলে এটি বহন করা বেশ সহজ৷ এতে রয়েছে ৪ লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি।
স্কুটারের একাধিক রঙ ও ভ্যারিয়েন্টের জন্য গ্রাহকেরা তাদের পছন্দ মতন ভ্যারিয়েন্টটি বেছে নিতে পারবেন। তাই বলাই যায় বৈদ্যুতিক স্কুটারের দুনিয়ায় এটি বেশ আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে। সঙ্গে রয়েছে দুর্দান্ত মাইলেজের প্রতিশ্রুতি। যার ফলে সবমিলিয়ে এটি বেশ লাভজনক একটি গাড়ি হতে চলেছে।
Leave a Reply