1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
মাসিক ৩০০ টাকা খরচেই পৌঁছে যাবেন অফিসে, ৯০ কিমি মাইলেজ সহ কিনুন সস্তার Bajaj Platina 100 বাইক | Newshost24 Safar - Newshost24

September 27, 2023, 5:42 am

মাসিক ৩০০ টাকা খরচেই পৌঁছে যাবেন অফিসে, ৯০ কিমি মাইলেজ সহ কিনুন সস্তার Bajaj Platina 100 বাইক | Newshost24 Safar

মাসিক ৩০০ টাকা খরচেই পৌঁছে যাবেন অফিসে, ৯০ কিমি মাইলেজ সহ কিনুন সস্তার Bajaj Platina 100 বাইক | Newshost24 Safar

মাসিক ৩০০ টাকা খরচেই পৌঁছে যাবেন অফিসে, ৯০ কিমি মাইলেজ সহ কিনুন সস্তার Bajaj Platina 100 বাইক | Sangbad Safar
মাসিক ৩০০ টাকা খরচেই পৌঁছে যাবেন অফিসে, ৯০ কিমি মাইলেজ

এবার মাত্র ৩০০ টাকাতেই মাসিক অফিস যাত্রার খরচ মেটাতে পারবেন। কারণ, এমনই দুর্দান্ত একটি বাইকের কথা আপনাদের বলবো যা ব্যবহার করে তেলের খরচ অনেকটাই কমবে। এমন কোনো ভারতীয় হয়তো নেই যারা ‘বাজাজ প্ল্যাটিনা ১০০’ সম্পর্কে শোনেননি। কারণ, কমদামে দুর্দান্ত মাইলেজের কথা বললে প্রথমেই উঠে আসে এই বাইকের নাম। তাইতো সংস্থার সবথেকে বেশি বিক্রি হওয়া বাইকের তালিকায় রয়েছে এই বাইক।

দৈনন্দিন অফিস যাওয়ার ক্ষেত্রে যদি আপনি এটি ব্যবহার করেন তাহলে মাসে মাত্র ৩০০ টাকা খরচ হবে। কীভাবে? আসুন সেই হিসেবটাই বুঝিয়ে দিচ্ছি। ১ লিটার পেট্রোলে ৭৫ থেকে ৯০ কিলোমিটার মাইলেজ দেয় এই বাইক। সেই অনুযায়ী যদি ধরা হয় তাহলে প্রতিদিন খরচ হয় ১.৩৩ টাকা। যদি আপনার অফিস বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরে থাকে এবং আপনি ২৫ দিন অফিস যান তাহলে আপনার ৩০০ টাকা খরচ পড়বে।

আর যদি যাওয়া-আসা মিলে খরচ দেখেন তাহলে ১ মাসে আপনার মোট খরচ হবে ৬০০ টাকা। যার দ্বারা এটাই স্পষ্ট যে অফিসযাত্রীদের জন্য এই বাইকটি কতটা উপকারী। যদি আমরা বৈশিষ্ট্য দেখি তাহলে রয়েছে ১০২ সিসির DTSI ইঞ্জিন, যা ৭.৯ বিএইচপি শক্তি এবং ৮.৩ এনএম টর্ক উৎপন্ন করে। এটি ৪ স্পীড গিয়ারবক্সের সাথে সংযুক্ত করা হয়েছে আর ফুয়েল ট্যাংকের ক্যাপাসিটি ১১ লিটার।

দাম: দিল্লীতে এই বাইকের দাম ৬৭,৮০৮ টাকা। একইসাথে যদি আমরা ড্রাম ব্রেক ভ্যারিয়েন্টের দাম দেখি তাহলে পড়ছে ৭০,৪০০ টাকা।


#মসক #৩০০ #টক #খরচই #পছ #যবন #অফস #৯০ #কম #মইলজ #সহ #কনন #সসতর #Bajaj #Platina #বইক #Newshost24 #Safar

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews