‘রয়্যাল এনফিল্ড’ মানেই আলাদা রকম আবেগ কাজ করে বাইকপ্রেমীদের মনে। এমনকি মহিলা বাইকারদেরও প্রথম পছন্দ এই বাইক। ৩৫০ সিসি সেগমেন্টে তারা একাধিক বাইক নিয়ে এসেছে। আজ আমরা সেরকমই একটি বাইক সম্পর্কে আলোচনা করবো এই প্রতিবেদনে। যেটির নাম ‘Royal Enfield Hunter 350’।
এতে দেওয়া হয়েছে ৩৪৯.৩৪ সিসির এয়ার কুলড ইঞ্জিন। যা ২০.৪ পিএস শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। দেওয়া হয়েছে ৬ স্পিড ট্রান্সমিশন। এছাড়াও এতে দেওয়া হয়েছে ১৭ ইঞ্চি আকর্ষণীয় অ্যালয় হুইল, ডুয়াল চ্যানেল এবিএস সিস্টেম, দুই চাকাতেই ডিস্ক ব্রেক, টেলিস্কোপিক ফর্ক, ডুয়াল শক অ্যাবসর্বার ইত্যাদি।
১৩ লিটার ফুয়েল ট্যাংক দেওয়া হয়েছে বাইকটিতে। ফলে দূরপাল্লার যাত্রা অনেকটাই সুবিধাজনক হয়। বাইকটি শহরে ৪০.১৯ কিলোমিটার এবং হাইওয়েতে ৩৫.৯৭ কিলোমিটার মাইলেজ দেয়। এই বাইকটির দাম ১,৪৯,৯০০ টাকা। একাধিক রঙের অপশনে আপনি এই বাইকটি পেয়ে যাবেন।
উল্লেখযোগ্য বিষয় হলো মাত্র ১৭,০০০ টাকা দিয়েই আপনি বাইকটি কিনতে পারবেন। কারণ, ফাইন্যান্সে কেনার অপশন রয়েছে। সেক্ষেত্রে ১৭,০০০ টাকা ডাউনপেমেন্ট দিয়ে বাকি টাকা ৯ শতাংশ সুদে ৩ বছরে শোধ করতে হবে। এক্ষেত্রে মাসিক কিস্তি পড়বে ৫,০২৭ টাকা।
Leave a Reply