মারুতি সুজুকি সংস্থার একাধিক গাড়ি রয়েছে যেগুলি ব্যাপক ইউনিট বিক্রি হয়েছে। তার মধ্যে একটি হল Maruti Suzuki WagonR। এটি যেকোনো রকম রাস্তায় আরোহীদের আরামের কাজ করে দিতে বদ্ধপরিকর। অর্থাৎ এটি সমতল হোক কিংবা অসমতল রাস্তায় দুর্দান্ত পারফর্মেন্স দিতে সক্ষম। তাই গ্রাহকের বরাবরের পছন্দের সেগমেন্ট এই গাড়িটি। এতে রয়েছে একাধিক ফিচার্স ও স্পেসিফিকেশন। সঙ্গে স্পেস রয়েছে ব্যাপক।
সম্প্রতি এই গাড়িটির নতুন মডেল লঞ্চ করা হয়েছে। তেমনই এই নতুন মডেলেও রয়েছে একাধিক ফিচার্স ও তার সঙ্গে থাকছে আকর্ষণীয় ইএমআই প্ল্যান। এই গাড়িতে থাকছে একটি সাত ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম। যাতে রয়েছে স্মার্টফোন নেভিগেশন ও স্মার্ট প্লে স্টুডিও। এতে ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে এবং রয়েছে চারটি স্পিকার। যার ফলে গান বা কোনো কিছু নির্বিঘ্নে শোনা যায়।
সুবিধার জন্য রয়েছে রিয়ার পার্কিং সেন্সর, এবিএস ব্রেকিং সিস্টেম, ইলেকট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন সহ একাধিক সুবিধা। যারা প্রতিদিন গাড়ি ব্যবহার করেন তারা এটি কিনতে পারেন। গাড়ির ইঞ্জিন বেশ শক্তিশালী। তবে এবার ইএমআই সুবিধা জেনে নেওয়া যাক। এই গাড়ির অন রোড দাম ৬.১৭ লক্ষ টাকা থেকে শুরু। তবে ইএমআই-এর মাধ্যমে নিতে গেলে কমপক্ষে ১ লক্ষ ১৮ হাজার টাকার ডাউন পেমেন্টে এটি নিতে পারবেন।
এরপর ৮৪ মাস ৮১৫৩ টাকা করে কিস্তি জমা করতে হবে। গ্রাহক পেমেন্টর পরিমাণ বাড়িতে কিস্তির সময়কাল কমিয়ে আনতে পারেন। তবে এই গাড়ির বেস মডেলের জন্য ইএমআই প্ল্যানটি গ্রাহ্য করা হবে। সবথেকে টপ মডেলটি ডাউন পেমেন্টে নিতে গেলে ১০,০০০ টাকার ডাউন পেমেন্ট করতে হবে।
Leave a Reply