প্রথমবার গাড়ি কেনার ক্ষেত্রে ক্রেতারা অনেক বিষয় খেয়াল রাখেন তবে তার মধ্যে সবথেকে বেশি খেয়াল রাখেন গাড়ির দামের ওপর। ভালো রেঞ্জ, স্পেসিফিকেশন এর সাথে বেশিরভাগ মানুষ চাই একটা বাজেট ফ্রেন্ডলি গাড়ি। আর গ্রাহকদের এই চাহিদায় পূরণ করে আসছে Maruti Suzuki. আজকে আমরা কথা বলব সংস্থার এই গাড়িকে নিয়ে, MARUTI SUZUKI ALTO K10 গাড়িটি শুধুমাত্র আপনার আর্থিক পরিকল্পনার সাথে মানানসই হবে তা নয় তার সাথে দেবে দারুন মাইলেজ। অর্থাৎ সাধ্যের মধ্যে দারুন গাড়ি খুজে থাকলে এটি অন্যতম অপশন হতে পারে।
চলুন গাড়িটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক- বর্তমানে ALTO K10 গাড়িটি নতুন অবতার এ হাজির হয়েছে যেটি পেট্রল ও সিএনজি উভয় ভেরিয়েন্ট অফার করছে। যার বেস্ট মডেল শুরু হচ্ছে মাত্র ৩.৯৯ লক্ষ টাকা থেকে আর যদি টপ সিএনজি মডেলের কথা বলা হয় তার দাম ৫.৯৬ লক্ষ টাকা। আর এর অন রোড প্রাইস পড়বে 6.49 লক্ষ টাকা। এত কম দামে যে মাইলেজ ও স্পেসিফিকেশন গাড়িটি অফার করছে তা গাড়ির বাজারে যে গেম চেঞ্জিং গাড়ি হিসেবে পরিলক্ষিত হবে তা বলা বাহুল্য।
Engine: দামের সাথে সাথে গাড়ি কেনার বিষয়ে যে প্রসঙ্গে উঠে আসে তা হল ইঞ্জিন। এই গাড়িতে একটি শক্তিশালী ৯৯৮ সিসি থ্রি সিলিন্ডার ইঞ্জিন অফার করা হয়েছে। বৈশিষ্ট্যের কথা বললে এতে পাওয়ার উইন্ডোজ, টাচ স্কিন ইন্টারফেস ও এয়ার ব্যাগের মতো আধুনিক বৈশিষ্ট্য বর্তমান। কোম্পানির দাবি এই গাড়িটি একটি মসৃণ ড্রাইভিং অভিজ্ঞতা দেবে।
মাইলেজ: যেভাবে পেট্রোলের দাম বেড়ে চলেছে তাতে গাড়ি কেনার আগে মাইলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর মারুতি তাদের ইঞ্জিনে সেই দারুন মাইলেজ নিশ্চিত করছে। মারুতি তাদের গাড়িতে প্রায় 34 কিলোমিটারের একটি চিত্তাকর্ষক মাইলেজ দিচ্ছে। যদিও পরিসংখ্যান বলছে এই সংখ্যাটা 28 থেকে 30 কিলোমিটার এর কাছাকাছি।
দিল্লিতে সিএনজির দাম প্রতি কেজি ৭৩ টাকা সেই হিসাবে বিবেচনা করলে আপনার গাড়ি ৩০ কিলোমিটার কভার করবেন মাত্র ৭৩ টাকায় মানে প্রতি কিলোমিটার আড়াই টাকা। অর্থাৎ একদিকে স্বল্প মূল্যের গাড়ি অপরদিকে দুর্দান্ত মাইলেজ।
ফিন্যান্স প্ল্যান- আপনি যদি এই মুহূর্তে কোন গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন কিন্তু সম্পূর্ণ অর্থ আপনার হাতে নেই সেক্ষেত্রে কিন্তু ইএমআই অপশন থাকছে এই গাড়ির ক্ষেত্রে। দেড় লাখ টাকার ডাউন পেমেন্ট করেই গাড়িতে আপনি বাড়িতে নিয়ে আসতে পারেন। অবশিষ্ট ৫ লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিতে পারেন। এক্ষেত্রে বার্ষিক নয় শতাংশ সুদের হারে সাত বছরে ৮০০০ টাকার মাসিক কিস্তি পড়বে।
Leave a Reply