September 30, 2023, 8:33 am
আর মন লাগছে না পেট্রোল স্কুটিতে! তাহলে তেল খরচ কমাতে বেছে নিতেই পারেন ওলা ইলেকট্রিক স্কুটার। দূষণ কমাতে এবং সর্বোপরি তেল খরচ কমাতে ইলেকট্রিক স্কুটারে ভরসা রাখছেন বহু গ্রাহক। কিন্তু তার মধ্যে Ola-ই কেন!
কারণ, ওলা ইলেকট্রিক গতকাল তাদের বৃহত্তম সফ্টওয়্যার আপডেট ঘোষণা করেছে। সংস্থার সমস্ত স্কুটার পেতে চলেছে নতুন MOVEOS 4 আপডেট। অপারেটিং সিস্টেমের এই নতুন ভার্সনে যুক্ত হবে হরেক রকম ফিচার। খুব দেরি নয়, সংস্থার তরফ থেকে জানানো হয়েছে সফটওয়্যার এর বেটা ভার্সন ১৫ সেপ্টেম্বর থেকেই ছাড়া শুরু হবে।
অর্থাৎ পাবলিক রোল আউট হতে আরেকটু দেরী হলেও পুজোর আগেই নতুন আপডেট পাওয়া যাবে ওলার স্কুটার গুলিতে। আপনি কি এই পুজো নতুন ওলা স্কুটারের সাথে সেলিব্রেট করতে চান! চলুন জেনে নেওয়া যাক নতুন সফটওয়্যারে কি কি ফিচার পাওয়া যাবে-
MoveOS 4 অপারেটিং সিস্টেমে চার্জিং ও রাইডিং রেঞ্জ সহ হিল হোন্ড, রিজিনারেশন, চার্জিং টাইম প্রেডিকশন উন্নততর করে তোলা হয়েছে। পাশাপাশি হাইপার চার্জিং সহ ডকুমেন্ট সিঙ্কিং, কন্ট্যাক্ট সিঙ্কিং, পেয়ারিং ও টাচ রেসপন্স দ্রুত হবে। এখানে কিন্তু শেষ নয়, নতুন আপডেটের আরো কিছু বৈশিষ্ট্য যুক্ত হচ্ছে যেমন ওলা ম্যাপ, জিও ফেন্সিং, টাইম ফেন্সিং,রাইড জার্নাল ও কনসার্ট মোড।
তবে এর বিশেষ আকর্ষণ এর গ্যারেজ মোড। এর ফলে একটি এপ্লিকেশনের মাধ্যমে ওলার একাধিক ইলেকট্রিক স্কুটার নিয়ন্ত্রণ করা যাবে। দেওয়া হবে হিল ডিসেন্ট কন্ট্রোল সিস্টেম যা বায়োমেট্রিক অ্যাপ লক সমর্থন করবে।
নিরাপত্তার দিকেও কিন্তু নজর দিয়েছে সংস্থা, উল্লেখযোগ্য ফিচার হিসাবে এড করা হয়েছে “ট্যাম্পার অ্যালার্ট।” যার ফলে স্কুটার চুরির চেষ্টা হলে ব্যবহারকারী বা আশেপাশের মানুষকে সতর্ক করবে এটি। এছাড়াও আরো একঝাক নতুন ফিচারস মিলবে। উল্লেখ্য ওলার স্কুটারগুলিতে উইজেট ও ইকো রাইডিং মোডে ক্রুজ কন্ট্রোল উপলদ্ধ হবে।
#মখ #দখলই #সটরট #তক #লগন #ফচরস #নয় #আসছ #এই #কমপনর #বদযতক #সকটর #Newshost24 #Safar
Leave a Reply