এবার ৪০,০০০ টাকার কমেই আপনি কিনে ফেলতে পারেন ইলেকট্রিক স্কুটার! এমনই সুযোগ নিয়ে এসেছে একটি সংস্থা। সাম্প্রতিক সময়ে ইলেকট্রিক যানবাহনের রমরমার কথা কারোরই অজানা নেই। বর্তমানে এরকম যানবাহন ব্যবহার করতেই বেশি পছন্দ করছেন গ্রাহকেরা। তবে অনেক সময় দেখা যায় ভালো ফিচার্সের ইলেকট্রিক যানবাহনের দাম অনেকটাই বেশি থাকে। সেক্ষেত্রে ইচ্ছে থাকলেও পিছিয়ে আসতে হয় মধ্যবিত্তদের।
তবে আজ আমরা এমন একটি স্কুটারের তথ্য নিয়ে এসেছি যেটি খুবই কমদামে পেয়ে যাবেন আপনি। এই স্কুটারের নাম ‘Detel Easy Plus STD’। এতে রয়েছে ২০ AH ব্যাটারীপ্যাক। যা সম্পূর্ণ চার্জে ৬০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। সেক্ষেত্রে সর্বোচ্চ গতি থাকে ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা। সুরক্ষার জন্য দুই চাকাতেই রয়েছে ড্রাম ব্রেক।
এছাড়া এতে পাবেন এলইডি ডিসপ্লে, BLDC মোটর যার ক্ষমতা ২৫০ ওয়াট। আর এই স্কুটারের সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এটি মোবাইল চার্জার দিয়েও চার্জ করা যায়। মেটালিক রেড এবং সিলভার গ্রে রঙে উপলব্ধ এই স্কুটারের দাম ৩৯,৯৯৯ টাকা। উল্লেখযোগ্য, বিষয় হলো এই স্কুটারটির ক্ষমতা, গতিবেগ অনেকটাই কম।
মূলত স্বল্প দূরত্বের যাত্রার উদ্দেশ্যে এই স্কুটারটি তৈরি করা হয়েছে। এছাড়াও কম ওজনের প্রাপ্তবয়স্কদের জন্যই এটি উপযুক্ত। ফলে ভারী ওজনের কেউ স্কুটারটি চালালে এটি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এই স্কুটারের বিষয়ে সম্পূর্ণ জেনে তবেই কেনা উচিত।
Leave a Reply